সরওয়ার সাকিব
কক্সবাজার শহরের প্রতিটি সড়ক উপসড়কে দীর্ঘ দিন ধরে চলছে সড়ক উন্নয়ন ও ড্রেন সংস্কার কাজ। কিন্তু দেখা গিয়েছে কাজগুলো আধকাঁচা করে রাখা হচ্ছে।এতে দূর্ভোগে পড়েছে সাধারণ জনগণ। তেমনি কক্সবাজার পৌর এলাকার ১০ নং ওয়ার্ড এলাকায় সড়ক ও ড্রেন নির্মাণ এর কাজ চলছে দীর্ঘদিন ধরে। কাজের জন্য খোঁড়াখুঁড়ি করে ফেলে রেখেছে। এতে এলাকায় চলাচলে জনগণকে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকায় গিয়ে দেখা যায় ড্রেন সংস্কারের জন্য রাস্তা খোঁড়া হয়েছিল কিন্তু দীর্ঘদিন পড়ে থাকায় সেখানে ড্রেনের পানি আটকা পড়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। এছাড়াও রাস্তা ও সরু হয়ে গাড়ি চলাচলে অসুবিধা হচ্ছে। এছাড়া গত ১৩ এপ্রিল নোহা গাড়ি উল্টে পড়ার খবর জানা যায়। স্থানীয় লোকদের সাথে কথা বলে জানতে পেরেছি বেশ কিছুদিন আগে কাজ শুরু কিন্তু কাজ শেষ না করে আধকাঁচা রেখে দিয়েছে। এতে তাদের চলাচলে অসুবিধা হচ্ছে এবং তারা দুর্ঘটনার কবলে পড়ছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন টিকাদারদের খামখেয়ালীপনায় ফলে রাস্তার এমন বেহাল দশা। তাদের সকলের দাবি এলাকায় ড্রেন সংস্কার কাজটি যাতে দ্রুত সম্পন্ন করা হয় এবং তারা এই দুর্ভোগ থেকে যাতে মুক্তি পায়।