মঈন উদ্দিন মুরাদ,কক্সবাজার:
কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় প্রবল বর্ষণের ফলে পাহাড় ধ্বসে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু ঘটেছে।গতকাল বৃহস্পতিবার ২০ জুন এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহতরা হলেন কক্সবাজার পৌরসভার খাজা মন্জিলস্হ বাদশা ঘোনা এলাকার বাসিন্দা মাওলানা আনোয়ার হোসেন (২৪) ও তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী মায়মুনা বেগম(১৯)।স্হানীয়রা জানান,গতকাল আনুমানিক রাত ০৩ টার দিকে হঠাৎ করে পাহাড় থেকে মাটির একটি বড় অংশ সরে গিয়ে আনোয়ার হোসেন ও তার স্ত্রীর উপর পড়ে। সেসময় তারা ঘুমন্ত অবস্থায় থাকার কারনে বেঁচে উঠতে পারে নি।পরবর্তী স্হানীয়রা তাদের উদ্বার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কক্সবাজার পৌরসভার ০৯ নং ওয়ার্ডের কাউন্সির হেলাল উদ্দিন কবির বলেন,ঈদের পর থেকেই কক্সবাজারে প্রবল বর্ষণ শুরু হয়েছে,এরপর থেকে কক্সবাজার পৌরসভা পক্ষ হতে যেসকল ঝুঁকিপূর্ণ বসতবাড়ি রয়েছে অর্থাৎ পাহাড় ধ্বসের আশঙ্কা ছিল সেখানে মাইকিংসহ সতর্ক করা হয়েছিল। কিন্তু গতকাল রাতে যে টানা বৃষ্টি শুরু হয়েছে সে বৃষ্টির ফলে পাহাড় নরম হয়ে ধ্বসে পড়ে এ ধরনের অনাকাঙ্খিত একটি দূর্ঘটনা ঘটেছে।