আমিরুল ইসলাম রাশেদ:
কক্সবাজার জেলা প্রেসক্লাবের অধীনে পেকুয়া উপজেলা প্রেসক্লাব শাখার মতবিনিময় সভা। (৫ ফেব্রুয়ারী ০২২) শনিবার সকাল ১১ ঘটিকায় গ্রিণবার্ড হলরুমে অনুষ্ঠিত হয়। মোহাম্মদ সাজ্জাদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক রূপালী সৈকত প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, সহ-সভাপতি ফরিদুল আলম শাহীন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচএম এরশাদ, সদস্য কলিম উল্লাহ, চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইবনে আমিন, পেকুয়ার শিক্ষক নেতা মো: হানিফ চৌধুরী,
সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথ, সিনিয়র সাংবাদিক এম, আর মাহমুদ, উপস্থিত ছিলেন এমডি শহীদুল্লাহ, জাহেদ হোসেন, সিনিয়র সাংবাদিক মনজুর আলমসহ পেকুয়ার সংবাদকর্মী । পরে সাজ্জাদুল ইসলামকে সভাপতি ও সাইফুল ইসলাম বাবুলকে সাধারণ সম্পাদক ঘোষণা করে পেকুয়া উপজেলা প্রেসক্লাব শাখা অনুমোদন দেয়া হয়েছে। নেতৃবৃন্দ আগামী ১৫ দিনের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা প্রেসক্লাব কার্যালয়ে তালিকাটি জমা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।।