কক্সবাজার জেলার বাংলাদেশ- মায়ানমার সীমান্তের ছোঁয়ায় নিরাপত্তা উন্নত সহ নাফ নদীর পশ্চিমাংশদ্বারে উখিয়া থেকে টেকনাফ ৬০.৬০০ কিঃমিটার বেড়িবাঁধ নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ,কক্সবাজার পওর বিভাগের তত্ত্বাবধানে সীমান্তে সড়ক নির্মাণ কাজে নিয়োগকৃত ঠিকাদার অবৈধ ভাবে পাউবোর দায়িত্বশীল প্রকৌশলীদের কার্যস্হলে অনুউপস্হিতে ঠিকাদার শ্রমিক দিয়ে নাফনদীর পাশের থেকে লোনা পানি মিশ্রিত বালি সহ অধিকাংশ মাটি উঠিয়ে তাহা, বাঁধের উপর দিয়ে নিম্ন মানের ইট বসিয়ে দায়সারা ভাবে বাঁধের উপর ইটের সলিং এর কাজ দ্রুত চালিয়ে যাচ্ছে বলে সীমান্ত এলাকার সচেতন গ্ৰামবাসীর থেকে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাঁধের উপর অনিয়মের ভিত্তিতে ইটসলিং প্রকাশ্য দিবালোকে চালিয়ে আসছে।
পাউবোর নিয়োগকৃত ঠিকাদার সিডিউল অনুযায়ী কাজ বাস্তবায়ন না করে সরকারী শতকোটি টাকার অর্থায়নে বাস্তবায়নাধীন ওই পরিমাণ দীর্ঘতম নাফনদীর সীমান্তে কাজ চলায় এলাকার সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এই ব্যাপারে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করে বিস্তারিত জানতে চাইলে ফোন বন্ধ পাওয়া যায়।উক্ত বিষয়টি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বশীল উপদেষ্টা মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।