
বার্তা পরিবেশক :
১৩/০২/২০২৫ কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র উদ্যোগে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আই,এল,ও)’র সার্বিক সহযোগিতায় ১৩ ফেব্রুয়ারি(বৃহস্পতিবার) চারদিন ব্যাপী বিশেষ প্রশিক্ষণ শেষে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ইজিবাইকসহ পর্যটন জিপ চালকদের হাতে তুলে দেয়া হয় দুইশত কার্ড, ভাড়া তালিকা এবং বিশেষ ভেস্ট।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন চেম্বার সভাপতি আবু মোরশেদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, মাহবুবুর রহমান, সভাপতি কক্সবাজার প্রেসক্লাব, আই,এল,ও, জেলা প্রধান রুচিকা বাহাল, বি,আর,টি,এ,কক্সবাজার সহকারী পরিচালক (ইঞ্জি) উথোয়াইনু চৌধুরী, জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী, হোটেল মোটেল গেস্ট হাউজের সদস্য সচিব মুকিম খাঁন সহ অন্যান্য অতিথিবর্গ।
চেম্বার আইসেক প্রকল্পের দক্ষতা উন্নয়ন কর্মকর্তা মো: খায়রুল বাসার সজিব এর সঞ্চালনায় পরিচালিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চেম্বার আইসেক প্রকল্পের ফিন্যান্স অফিসার উম্মে ফাতিমা ইয়াসমিন এবং অফিস সহকারী আব্দুল মালেক নাঈম প্রমূখ।
এ জাতীয় আরো খবর..