সংবাদ বিজ্ঞপ্তি।
করোনা ভাইরাস জনিত রোগ (কোভিড-১৯) রোধকল্পে বাংলাদেশ সরকার বিশ্বের বিভিন্ দেশ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ভ্যাকসিন আমদানি করেছে এবং আগামী এক সপ্তাহের (৭ থেকে ১৪ আগস্ট) মধ্যে এক কোটি মানুষকে টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে। এরপর পরবর্তীতে প্রতিমাসে এক কোটি করে মানুষকে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিগত ১ আগস্ট ২০২১ তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা/কর্মচারি ও ১৮ বছরের উর্দ্ধে সকল শিক্ষার্থীদেরকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ ভ্যাকসিন গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
এই ধারাবাহিকতায় বিগত ৩ আগস্ট ২০২১ তারিখ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এক অফিস আদেশের মাধ্যমে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে নিজের ও পরিবারের সুরক্ষার জন্য অবিলম্বে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে জাতীয় পরিচয়পত্রসহ উপস্থিত হয়ে ভ্যাকসিন গ্রহণ করত: তার প্রমাণ পত্র বিশ^বিদ্যালয়ের অফিসে জমা প্রদান করার জন্য অনুরোধ করা হয়েছে। অফিস আদেশে এটাও বলা হয়েছে যে, কোন শিক্ষার্থী ভ্যাকসিন গ্রহণ না করলে পরবর্তীতে তার পরীক্ষার ফলাফল স্থগিত রাখা হবে।
তাই ভ্যাকসিন গ্রহণের জন্য সব শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হলো যাতে এ বিষয়ে দ্রুত সাড়া দিয়ে নিজেদের নিরাপদ করার পদক্ষেপ নেয়।