সংবাদদাতা:
কক্সবাজার সদরের জানারঘোনা এলাকায় দ্রুতগামী মিনিট্রাকের (ডাম্পার) চাপায় এক নারী ভিক্ষুক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের জানারঘোনা মেডিকেল কলেজের (কমেক) গেইটে এ ঘটনা ঘটে। নিহত নারীর পরিচয় তাক্ষৎণিকভাবে জানা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই নারী রাস্তা পার হতে গেলে দ্রুতগামী ডাম্পারটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। কক্সবাজার সদর থানার ওসি তদন্ত সেলিম উদ্দিন বলেন, নিহতের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।