বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে পুলিশ সদস্যের বাসায় ঢুকে স্ত্রীকে ধর্ষণ, মোবাইলসহ নগদ অর্থ চুরি ‘জুলাই শহীদ দিবস’ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে আজ জামিনে কারামুক্ত উখিয়া পালংখালীর চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী কুতুবদিয়া মগনামা চ্যানেলে সী- ট্রাক চালুর সম্ভাব্যতা যাচাইয়ে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান সরেজমিন পরিদর্শন রাজনৈতিক সহিংসতায় আহত ভারুয়াখালী ইউনিয়ন বিএনপি নেতার মৃত্যু! খুটাখালী কিশলয় স্কুলের এডহক কমিটির সভাপতি মনোনীত সহকারী এ্যার্টানী জেনারেল কুতুবউদ্দিন দরবেশকাটা উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেন ইউএনও আতিকুর রহমান কক্সবাজারে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত:পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও জোরদার করতে হবে-এডিসি শিক্ষা কক্সবাজার পৌরসভায় জনভোগান্তি ও দুর্নীতির ফাঁদে পৌরবাসী অধ্যাপক আজিজুর রহমানের পিতার মৃত্যুতে দৈনিক রূপালী সৈকত পরিবারের শোক

কক্সবাজারে স্বচ্ছ নিয়োগে ৩২ জন পুলিশ কনস্টেবল নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে কক্সবাজার জেলায় ৩২ জন কনস্টেবলকে নিয়োগ দেওয়া হয়েছে সম্পূর্ণ স্বচ্ছ, মেধাভিত্তিক ও বৈষম্যহীন এক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে।

বৃহস্পতিবার (২২ মে) কক্সবাজার পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত এক অনুষ্ঠানে এই নিয়োগের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন কক্সবাজারের পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন। জেলা নিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবে তিনি ফলাফল ঘোষণা করেন এবং উত্তীর্ণদের ফুল দিয়ে বরণ করে নেন।

এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম, বিপিএম এর দিকনির্দেশনায় এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশের নিবিড় তত্ত্বাবধানে।

৩২টি শূন্যপদের বিপরীতে প্রাথমিক বাছাই শেষে ৬৮০ জন প্রার্থী শারীরিক সক্ষমতা পরীক্ষায় অংশ নেন। তিনদিনব্যাপী এই পরীক্ষার পর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩২৭ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৯ জন প্রার্থী মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। সব ধাপ উত্তীর্ণ করে সর্বশেষ ৩২ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়।

নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের অনেকেই জীবনের প্রথম বড় সাফল্যে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। এমন হৃদয়স্পর্শী দৃশ্য উপস্থিত অনেকের চোখেও জল এনে দেয়।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে নবনিযুক্ত সদস্যদের সততা, নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং বলেন, “বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হিসেবে আপনাদের পেশাদারিত্ব ও মানবসেবার মানদণ্ড প্রতিষ্ঠা করতে হবে।”

এই নিয়োগ প্রক্রিয়া জনসাধারণের কাছে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs