শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অনিয়ম ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে পরিচ্ছন্ন কক্সবাজার গড়তে সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক চলছে যৌথ বাহিনীর অভিযান:১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২ ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ মাতারবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুছ ফাসিঁয়াখালীতে ১০কেজি ওজনের অজগর সাপ উদ্ধার কক্সবাজার প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহফিলে মিলাদুন্নবী (স:) উদযাপন রেকর্ড বৃষ্টিতে কক্সবাজার প্লাবিত, পাহাড় ধ্বসে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার সদরে ৬ জনের মৃত্যু সাধারণ মানুষকে পুলিশ হয়রানি করলে আমি তাকে হয়রানি করবো- কক্সবাজারের নবাগত পুলিশ সুপার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক শিশু ছাত্রের শ্লীলতাহানির অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক আটক কুতুবদিয়ায় এক ডাকাত আটক

কক্সবাজারে শহিদ দিবসের সভায় হুইপ কমল এমপি : একুশের পথ ধরেই এসেছে বাংলার স্বাধীনতা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯১ বার পঠিত

সংবাদ বিজ্ঞপ্তি :
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, পৃথিবীর অন্যান্য ভাষার চাইতে আমাদের মাতৃভাষা অনেক সমৃদ্ধ। একুশের চেতনায় আমরা এগিয়ে চলেছি, একুশের পথ ধরেই এসেছে বাংলার স্বাধীনতা। এটি শুধু চিন্তা-চেতনা, মনন ও মনের ভাব প্রকাশের কেবল মাধ্যমই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশ ও জাতির আত্মপরিচয়। হাজার বছর ধরে বাংলা ভাষা প্রকাশ করে যাচ্ছে বাঙালি জাতির অস্তিত্ব ও স্বকীয়তা।
তিনি বলেন, মাতৃভাষা আন্দোলনের শুরুতে নেতৃত্ব দেন তৎকালীন ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান। ওই সময় তিনি পুলিশি নির্যাতনের শিকার হয়ে গ্রেপ্তারও হন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি বলেন- বাংলা ভাষা আজ দেশের গণ্ডি পেরিয়ে সারাবিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলা ভাষার পাশাপাশি বিদেশি ভাষা শিখতে শিক্ষার্থীদের প্রতি তিনি আহবান জানান । শহিদ মিনার বাঙালি জাতির অহংকার। শহিদ মিনার ভাষা শহিদদের সম্মানের জায়গা। যারা ভাষা শহিদদের অসম্মান করে, তাদের আমরা প্রত্যখান করবো। বাংলা ভাষাকে রক্ষা করতে, শুদ্ধ চর্চা, সঠিক ব্যবহার প্রচলন করতে হবে। বাংলা ভাষার বিকৃত ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। ২১ ফেব্রুয়ারি পৃথক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বুধবার সন্ধ্যা ৬ টায় কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাছির উদ্দীন। শুভেচ্ছা বক্তৃতা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষন কান্তি দাশ।

বুধবার সকাল সাড়ে ১০ টায় রামু উপজেলা প্রশাসন আয়োজিত অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নিরুপম মজুমদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামু থানার অফিসার ইনচার্জ মোঃ আবু তাহের দেওয়ান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. অসীম বরন সেন, রামু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল হক চেয়ারম্যান, রামু প্রেস ক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া।
বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের অনুষ্ঠান ঘোষক অধ্যাপক পরীক্ষিত বড়ুয়া টুটুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন রামু উপজেলা মসজিদের ঈমাম মৌ নুরুল হাকিম, গীতা থেকে পাঠ করেন সজল ব্রাহ্মন চৌধুরী, ত্রিপিটক থেকে পাঠ করেন সৌমেন বড়ুয়া। আলোচনা সভা শেষে হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি সম্প্রতি রামু মন্ডল পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মাঝে ৬ হাজার টাকা করে চেক ও দুই বান করে ঢেউটিন বিতরন করেন এবং অফিসেরচরে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষিকা ইমারী রাখাইনের সন্তানদের হাতে ২৫ হাজার টাকার চেক প্রদান করেন এবং বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

বুধবার রাত ৯ টায় কক্সবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে খেলাঘর সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথির বক্তৃতা করেন, জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি। এ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তৃতা করেন, শিক্ষাবিদ সিরাজুল ইসলাম। জেলা খেলাঘর আসরের সাবেক সভাপতি ও খেলাঘরের কেন্দ্রীয় সদস্য জাহেদ সরওয়ার সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত তিনব্যাপী খেলাঘর সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন, এড. তাপস রক্ষিত, সাংবাদিক দীপক শর্মা প্রমুখ।

রাত সাড়ে ১০টায় কক্সবাজার সমুদ্র সৈকত লাবনী পয়েন্টে ইস্টিশন আয়োজিত সমুদ্র বই উৎসবে স্টল পরিদর্শন করেন এবং আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি।
ইস্টিশন এর কর্ণধার ও সমুদ্র বই উৎসবের আয়োজক অনুরণন সিফাত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs