মঈন উদ্দিন মুরাদ,কক্সবাজার:
কক্সবাজারে প্রবল বর্ষণের ফলে পাহাড় ধসের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।
গত রাত থেকে বৃষ্টির মাত্রা বৃদ্বি পাওয়ার ফলে পাহাড়ের মাটি নরম হয়ে ধসে পড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহতরা হলেন কক্সবাজার পৌরসভার ০৬ নং ওয়ার্ডের পল্লানকাটার বাসিন্দা মোহাম্মদ আবদুল করিমের স্ত্রী জমিলা (২৮)।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্হানীয় ওয়ার্ড কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু জানান,গতরাত থেকে শুরু হয় প্রবল বর্ষণ যা একটানা ৪-৫ ঘন্টা অবিরত ছিল,ফলে পাহাড়ের মাটি নরম হয়ে পাহাড় ধসে পড়ে আজ (১১) জুলাই সকাল আনুমানিক ৬:৩০ দিকে হঠাৎ করে মোহাম্মদ করিমের বাড়ির টিনের চাউনি ফুটে করে বিশাল এক মাটির অংশ ধসে পড়ে জমিলার শরীরের উপরে চাপা পড়লে পরিবারদের অনান্য সদস্যরা এসে তাকে উদ্বার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে বসতবাড়ীর মাটির দেওয়ালের নিচে চাপা পড়ে কক্সবাজার পৌরসভার সিকদার পাড়া এলাকার মোঃ সাইফুল ইসলামের ১০ বছরের শিশু পুত্র মোঃ হাসানের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) আশিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কক্সবাজারে পাহাড়ধসের পৃথক দৃটি ঘটনায় ০২ টি মৃতদেহ হাসপাতালের মর্গে রয়েছে।কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মৃতদেহ তাদের পরিবারে বুঝিয়ে দিবেন।