সরওয়ার সাকিব:
অবশেষে আলোর মুখ দেখলো কক্সবাজার শিশু হাসপাতাল। দীর্ঘ ৩ বছর পর হাসপাতালটি আনুষ্ঠানিক যাত্রা করে। তবে হাসপাতালটিতে কোন শয্যা নেই। ২ জন চিকিৎসক ও ১ জন ফার্মাসিস্ট আউটডোর সেবা দিবেন। এছাড়া দেওয়া হবে বিনামূল্যে ঔষধও।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে সৈকতের বালিকা মাদ্রাসা সড়কে কক্সবাজার শিশু হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
তিনি বলেন,এটি মূলতঃ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য করা হয়েছে। এখানে হতদরিদ্র মানুষ তাদের শিশুদের বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন। পর্যায়ক্রমে এখানে সেবার পরিধি বাড়ানো হবে। যাতে এটি স্বয়ংসম্পূর্ণ একটি শিশু হাসপাতালে রূপ নেয়।’
এসময় উপস্থিত ছিলেন, সহকারী সিভিল সার্জন ডাঃ মহিউদ্দিন আলমগীর, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল, বিভীষণ কান্তি দাশ, মো. নাসিম আহমেদ, তাপ্তি চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা ও কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম।
২০২০ সালে ১০ ডিসেম্বর কক্সবাজার শিশু হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তৎকালীন জেলা প্রশাসক কামাল হোসেন।