সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
টিভি জার্নালিস্ট এসোসিয়েশ কক্সবাজার এর আহবায়ক কমিটি গঠিত:খোকন আহবায়ক ,শাহীন যুগ্ন আহবায়ক ও বাবুল সদস্য সচিব রিসার্চ ইনিশিয়েয়েটিভস্ বাংলাদেশ(রিইব) অবহিতকরণ সভা অনুষ্ঠিত সবার আগে ৫ আগষ্টের হত্যাকারীদের বিচার পরে অন্য কিছু-কক্সবাজারে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে ডা. শফিকুর রহমান কক্সবাজার পৌরসভার ইনডোরে বেলাল উদ্দীন চৌধুরী ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঈদগাঁও আমির সুলতান এন্ড দিল নেওয়াজ বেগম হাইস্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান  সোনাইছড়ি ইউনিয়ন পরিষদে প্রশাসক বদলী হওয়ায় নতুন প্রশাসক শহীদুল ইসলামকে  নিয়োগ  নাইক্ষ্যংছড়িতে সেতুর অভাবে ২০ গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগে মাতারবাড়ীতে শ্বশুরবাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ৮ ফেব্রুয়ারী কক্সবাজারে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমনে সার্বিক পরিস্থিতি তুলে ধরলেন-অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী মহেশখালীতে সাগরে মিলল তরুণের লাশ, পরিবারের দাবি হত্যা

কক্সবাজারে তিন উপজেলা ভোটে প্রতীক বরাদ্দ: ৮ই মে ভোট গ্রহণ।

রিয়াজ উদ্দিন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

রিয়াজ উদ্দিন:

৬ষ্ঠ উপজেলা পরিষদের তফসিল ঘোষণা করেন বাংলাদেশ নির্বাচন কমিশন। তফসিল ঘোষণা অনুযায়ী সারাদেশে প্রথম ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮মে। এই ধারাবাহিকতায় কক্সবাজার জেলার সদর, মহেশখালী, কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। উক্ত তিন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করা বৈধ প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই শেষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

২৩ এপ্রিল(মঙ্গলবার) জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কক্সবাজার সদর, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা থেকে নির্বাচনে অংশগ্রহণকারীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। কক্সবাজার জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সদর উপজেলা:
সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী নুরুল আবছার মোটর সাইকেল, কায়সারুল হক জুয়েল দোয়াত কলম এবং মুজিবুর রহমান আনারস প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া ছাড়া অন্য কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপিকা রুমানা ফুটবল প্রতীক, চম্পা উদ্দিন পেয়েছেন কলস প্রতীক।

মহেশখালী উপজেলা:
মহেশখালী উপজেলর ৫চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে হাবিব উল্লাহ হাবিব টুপি, গোলাম কুদ্দুস চৌধুরী মোটর সাইকেল, শরীফ বাদশা আনারস, জয়নাল আবেদীন দোয়াত কলম এবং আব্দুল্লাহ আল নিশান পেয়েছেন চিংড়ি মাছ প্রতীক। ভাইস চেয়ারম্যান পদে মিফতাহুল করিম বাবু মাইক, শাহজাহান পারুল তালা, জাহেদুল হুদা চশমা, মোহাম্মদ আবু ছালেহ পেয়েছেন বই এবং মঈন উদ্দিন তোফাইল পেয়েছেন উড়োজাহাজ প্রতীক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহানারা জাহাঙ্গীর প্রজাপতি, মিনুয়ারা মিনু ফুটবল এবং মনোয়ারা বেগম কলম প্রতীক পেয়েছেন।

কুতুবদিয়া উপজেলা:
কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধূরী পেয়েছেন মোটরসাইকেল, ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম ঘোড়া এবং আছহাব উদ্দিন সিকদার আনারস প্রতীক।

ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক আকবর খাঁন উড়োজাহাজ, যুবলীগ নেতা জুনাইদুল হক চশমা এবং ফরিদ উদ্দিন তালুকদার পেয়েছেন বই প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছৈয়দা মেহেরুন্নেছা ফুটবল, হাসিনা আক্তার পেয়েছেন কলস প্রতীক।

উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ দিন ১৫ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ হবে ৮ মে বুধবার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs