নিজস্ব প্রতিবেদক।
কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৫৪৬০ (পাঁচ হাজার চারশত ষাট) পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৫,৬৬,৬০০/-( পাঁচ লক্ষ ছিষট্টি হাজার ছয়শত) টাকা এবং মাদক কারবারে ব্যবহৃত একটি স্মার্ট মোবাইলসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
সোমবার (০৭/০৬/২০২১ খ্রিঃ) সকাল অনুমান ০৬:৩০ ঘটিকার সময় কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রামু থানাধীন খুরুলিয়া,কলবাজার এলাকা হতে গ্রেফতারকৃত আসামী ০১। জসিম উদ্দিন (৩৮), পিতা- মৃত কবির আহাম্মদ, সাং- দক্ষিন চাকমারকুল, (১ নং ওয়ার্ড), থানা- রামু, জেলা- কক্সবাজার এর হেফাজত হতে ৫৪৬০ (পাঁচ হাজার চারশত ষাট) পিস ইয়াবা (মাদক) ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৫,৬৬,৬০০/- (পাঁচ লক্ষ ছিষট্টি হাজার ছয়শত) টাকা সহ মাদক কারবারে ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
উল্লেখ্য যে, উক্ত আসামীর বিরুদ্ধে খুন, নারী নির্যাতন, মারামারি ও মাদক মামলা সহ বেশ্ কয়েকটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।