নিজস্ব প্রতিবেদক।
পুত্র বধুকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে মাদকাসক্ত সন্তানের চুরার আঘাতে পিতা খুন।
কক্সবাজার শহরের ৭নং ওয়ার্ডের বাঁচা মিয়ার ঘোনায় মোহাম্মদ আইয়ুব(৩০) তার পিতা আব্দুরহিম(৬০)কে চুরি দিয়ে মাথায় আঘাত করলে মারাত্মক ভাবে জখম হয়। ঘটনার খবর পেয়ে এলাকাবাসী দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিবরনে জানা যায়, নিহত আব্দু রহিমের ছোট ছেলে সাইফুল ইসলাম বলেন, মোহাম্মদ আইয়ুব তার স্ত্রী জোসনা আক্তারকে মারধর করছিল। তখন আমার বাবা আয়ুবকে বাধা দিলে সে উত্তেজিত হয়ে তার হাতে থাকা চুরা দিয়ে মারাত্মক ভাবে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। বর্তমানে নিহত আব্দু রহিম কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। পুলিশ সূত্রে বলা হয়েছে,মামলার প্রস্তুতি চলছে। উক্ত ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।