শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অনিয়ম ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে পরিচ্ছন্ন কক্সবাজার গড়তে সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক চলছে যৌথ বাহিনীর অভিযান:১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২ ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ মাতারবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুছ ফাসিঁয়াখালীতে ১০কেজি ওজনের অজগর সাপ উদ্ধার কক্সবাজার প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহফিলে মিলাদুন্নবী (স:) উদযাপন রেকর্ড বৃষ্টিতে কক্সবাজার প্লাবিত, পাহাড় ধ্বসে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার সদরে ৬ জনের মৃত্যু সাধারণ মানুষকে পুলিশ হয়রানি করলে আমি তাকে হয়রানি করবো- কক্সবাজারের নবাগত পুলিশ সুপার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক শিশু ছাত্রের শ্লীলতাহানির অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক আটক কুতুবদিয়ায় এক ডাকাত আটক

কক্সবাজারে কারা নির্যাতিত যুবদল নেতাকর্মীদের সংবর্ধনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৪৯ বার পঠিত

সংবাদ বিজ্ঞপ্তি:

আওয়ামী লীগ সরকারের সময়কালে মিথ্যা মামলায় কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা দিয়েছে কেন্দ্রীয় যুবদল। কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে কারা নির্যাতিত ৩৬ জন নেতাকর্মী এই সংবর্ধনা পেয়েছে।
বুধবার (৫ জুন) বিকালে শহীদ সরণীস্থ বিএনপির কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার।
তিনি বলেন, কারা নির্যাতিত নেতাকর্মীরাই আমাদের প্রাণশক্তি। দলের দুঃসময়ে আপনারা যারা নিজেদের ঈমানের পরীক্ষা দিয়েছেন; সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের নিয়েই আমরা আগামীর দেশ গড়বো।
প্রধান অতিথি আরো বলেন, দেশনায়ক তারেক রহমান আগামীতে যে নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা মতে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব।
জেলা যুবদলের সভাপতি এডভোকেট সৈয়দ আহমদ উজ্জল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মনজুরুল আজিম সুমন, কামরুল ইসলাম তালুকদার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মাহমুদুল হক হিমেল, সহ শিল্প বিষয়ক সম্পাদক আসাদুল আলম টিটু, সহ জলবায়ু বিষয়ক সম্পাদক রজব আলী পিন্টু।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর জিসান উদ্দিন জিসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আমির আলী, সহ-সভাপতি নেজাম উদ্দিন, ফরিদুল আলম, জেলা যুবদলের সহ-সভাপতি ও পৌর যুব দলের আহ্বায়ক আজিজুল হক সোহেল, সহ-সভাপতি মকসুদুল আলম নীরু, আকতার ফারুক খোকন, জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক দোলন ধর, চকরিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, উখিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সিকদার, কক্সবাজার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন।
সংবর্ধিতদের উদ্দেশ্যে যুবদলের কেন্দ্রীয় নেতারা আরো বলেন, আপনাদের সংবর্ধনা দেওয়ার মাধ্যমে নিজেদেরকে উজ্জীবিত করতে এসেছি। আপনারা দলের প্রেরণা। দুঃসময়ের কান্ডারী। আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে আপনাদের প্রতিটি ত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করছি। আপনাদের এই ত্যাগ বৃথা যাবে না।
তারা বলেন, দেশকে ২ ভাগে বিভক্ত করে দিয়েছে আওয়ামী লীগ। একদিকে মুষ্টিমেয় জালেম, অপরদিকে সংখ্যাগরিষ্ঠ মজলুম। এসব জুলুম নির্যাতনের মাঝেও তারেক রহমানের ডাকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে যুবদল।

হয়তো আমরা সাময়িক আন্দোলনে পরাজিত হয়েছি। কিন্তু রাজনৈতিকভাবে পরাজিত হইনি। মনোবল হারাই নি। বিএনপির প্রতি দেশের মানুষের আস্থা ও ভালোবাসা বহু গুণে বৃদ্ধি পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs