সংবাদ বিজ্ঞপ্তি:
আওয়ামী লীগ সরকারের সময়কালে মিথ্যা মামলায় কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা দিয়েছে কেন্দ্রীয় যুবদল। কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে কারা নির্যাতিত ৩৬ জন নেতাকর্মী এই সংবর্ধনা পেয়েছে।
বুধবার (৫ জুন) বিকালে শহীদ সরণীস্থ বিএনপির কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার।
তিনি বলেন, কারা নির্যাতিত নেতাকর্মীরাই আমাদের প্রাণশক্তি। দলের দুঃসময়ে আপনারা যারা নিজেদের ঈমানের পরীক্ষা দিয়েছেন; সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের নিয়েই আমরা আগামীর দেশ গড়বো।
প্রধান অতিথি আরো বলেন, দেশনায়ক তারেক রহমান আগামীতে যে নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা মতে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব।
জেলা যুবদলের সভাপতি এডভোকেট সৈয়দ আহমদ উজ্জল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মনজুরুল আজিম সুমন, কামরুল ইসলাম তালুকদার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মাহমুদুল হক হিমেল, সহ শিল্প বিষয়ক সম্পাদক আসাদুল আলম টিটু, সহ জলবায়ু বিষয়ক সম্পাদক রজব আলী পিন্টু।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর জিসান উদ্দিন জিসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আমির আলী, সহ-সভাপতি নেজাম উদ্দিন, ফরিদুল আলম, জেলা যুবদলের সহ-সভাপতি ও পৌর যুব দলের আহ্বায়ক আজিজুল হক সোহেল, সহ-সভাপতি মকসুদুল আলম নীরু, আকতার ফারুক খোকন, জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক দোলন ধর, চকরিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, উখিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সিকদার, কক্সবাজার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন।
সংবর্ধিতদের উদ্দেশ্যে যুবদলের কেন্দ্রীয় নেতারা আরো বলেন, আপনাদের সংবর্ধনা দেওয়ার মাধ্যমে নিজেদেরকে উজ্জীবিত করতে এসেছি। আপনারা দলের প্রেরণা। দুঃসময়ের কান্ডারী। আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে আপনাদের প্রতিটি ত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করছি। আপনাদের এই ত্যাগ বৃথা যাবে না।
তারা বলেন, দেশকে ২ ভাগে বিভক্ত করে দিয়েছে আওয়ামী লীগ। একদিকে মুষ্টিমেয় জালেম, অপরদিকে সংখ্যাগরিষ্ঠ মজলুম। এসব জুলুম নির্যাতনের মাঝেও তারেক রহমানের ডাকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে যুবদল।
হয়তো আমরা সাময়িক আন্দোলনে পরাজিত হয়েছি। কিন্তু রাজনৈতিকভাবে পরাজিত হইনি। মনোবল হারাই নি। বিএনপির প্রতি দেশের মানুষের আস্থা ও ভালোবাসা বহু গুণে বৃদ্ধি পেয়েছে।