বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চলছে যৌথ বাহিনীর অভিযান:১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২ ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ মাতারবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুছ ফাসিঁয়াখালীতে ১০কেজি ওজনের অজগর সাপ উদ্ধার কক্সবাজার প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহফিলে মিলাদুন্নবী (স:) উদযাপন রেকর্ড বৃষ্টিতে কক্সবাজার প্লাবিত, পাহাড় ধ্বসে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার সদরে ৬ জনের মৃত্যু সাধারণ মানুষকে পুলিশ হয়রানি করলে আমি তাকে হয়রানি করবো- কক্সবাজারের নবাগত পুলিশ সুপার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক শিশু ছাত্রের শ্লীলতাহানির অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক আটক কুতুবদিয়ায় এক ডাকাত আটক চকরিয়া উপজেলার প্রশাসনের জায়গা দখলে নিল আদালত ভবনের কর্মচারী ও আইনজীবিরাঃহেনস্তা হলো সাংবাদিক

কক্সবাজারে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাড়াঁলো কোস্ট ফাউন্ডেশন।

রিয়াজ উদ্দিন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৩৪ বার পঠিত

রিয়াজ উদ্দিন:

গেল কয়েকদিন ধরে কক্সবাজারে ট্রাফিকের দায়িত্বে যেখানে কেউ ছিলনা, তখনই শহরের যানজট নিরসনের হাল ধরে সাধারণ শিক্ষার্থীরা। তারা কোন কিছুকে তুয়াক্কা না করে , বৃষ্টি বাদল দিনেও বিনা পারিশ্রমিকে এদেশকে একটি সোনার বাংলাদেশ উপহার দেওয়ার জন্য এদেশের তরুণরা দিনরাত পরিশ্রম করেই যাচ্ছে।

দেশের এই ক্রান্তিলগ্নে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্ঠা চালিয়ে যাচ্ছে কোস্ট ফাউন্ডেশন কক্সবাজার। গেল কয়েকদিন থেকে তারা কক্সবাজারে ট্রাফিকের দায়িত্বে ও কক্সবাজারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বরত শিক্ষার্থীদের শুকনা খাবার বিতরণ ও দুপুরের ভোজনের সুবিধা প্রদানের মাধ্যমে এদেশের তরুণদের সোনালী স্বপ্নকে বাস্তবায়নে সবার্ত্মক চেষ্টা চালিয়ে যাবে মর্মে উল্লেখ করেন কোস্ট ফাউন্ডেশন কক্সবাজার এর সহকারি পরিচালক ও কক্সবাজারের জনবহুল পত্রিকা দৈনিক রূপালী সৈকতের উপদেষ্টা সম্পাদক জাহাঙ্গীর আলম।

এসময় তিনি জানান, কোস্ট ফাউন্ডেশন মূলত সবসময় দেশের ক্রান্তিলগ্নে এই পরিবেশগুলোতে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমরা সকলেই জানি, গত ৬ই আগস্ট থেকে আমাদের ছাত্র—ছাত্রীরা কিন্তু ট্রাফিকের ও পরিষ্কার পরিচ্ছন্ন কাজের দায়িত্বে আছে। কোন ধরনের তাদের দক্ষতা ছিলনা, কোন প্রশিক্ষণ ছিল না। তারপরেও তারা যেভাবে শৃঙ্খলার সাথে গত ৬ তারিখ  থেকে কক্সবাজারকে একটি যানজটমুক্ত শহরে পরিণত করার জন্য যে ট্রাফিকের দায়িত্ব পালন করছে তা অতুলনীয় এবং ইতিহাসে তারা নজির স্থাপন করেছে। শিক্ষার্থীরা পারেনা এমন কিছুই নেই পৃথিবীর ইতিহাসে। নি:সন্দেহে তারা প্রশংসা পাওয়ার যোগ্য বলে আমি মনে করি। আপনারা জানেন, কক্সবাজারে অনেকগুলো দেশী, বিদেশী অনেক সংগঠন আছে। বিশেষ করে কোস্ট ফাউন্ডেশন, গত কয়েকদিন ধরে কক্সবাজার ডলফিন মোড় থেকে লিংকরোড সহ বিভিন্ন মোড়ে যারা  ট্রাফিকের দায়িত্বপালন করছে, তাদেরকে আমরা শুকনো খাবার দিয়েছি এবং দুপুরের খাবারের ব্যবস্থা করেছি। আজকেও আমরা আসছি কিছু ফ্রুটস নিয়ে, আমাদের শিক্ষার্থীরা সারাদিন এই আলপনা গুলোর সাথে জড়িত  আছে, তাদের জন্য আমরা আজকে কিছু ফ্রুটস, কেক নিয়ে আসছি যাতে তাদের কাজ আরো বেগবান হয়। আমরা তাদের সাথে একমত পোষণ করছি, তাদের যে স্প্রীড, মেধা সেটাকে আমরা স্যালুট করছি । আমরা চাই আগামীতে যে একটা সুন্দর রাষ্ট্র হবে সেই সুন্দর রাষ্ট্রের নেতৃত্বে তারা থাকবে। আমরা তাদের পেছনে থেকে কাজ করব, তাদের সকলের জন্য আমরা শুভ কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs