বার্তা পরিবেশক।
কক্সবাজার সদরের এন্ডারসন রোড নিবাসী অধ্যক্ষ মোহাম্মদ আমিন ও রাহেলা আমিনের জ্যৈষ্ঠকন্যা নাজমা বিনতে আমিন চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেছেন।
ইতোপূর্বে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন বান্দরবান সদরের সহকারী কমিশনার (ভূমি) এবং চট্টগ্রাম জেলা প্রশাসকের এল.ও হিসেবে দায়িত্ব পালন করে কৃতিত্বের সাক্ষর রেখেছেন। কক্সবাজার সদর থেকে তিনিই প্রথম নারী উপজেলা নির্বাহী অফিসার তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর আমির হোসাইনের সহধর্মিণী।