মিজানুর রহমান।
কক্সবাজারের কুতুবদিয়ায় ভাসমান নৌকায় সিলিণ্ডার বিস্ফোরণে অন্তত ১০ জন জেলে আহত হয়েছে।
আহতরা হলেন,উত্তর ধুরুং ইউনিয়নের নয়াপাড়া এলাকার সৈয়দ আহম্মদের ছেলে মোঃ জিসাত (২৪), দক্ষিণ ধুরুং ইউনিয়নের আলি ফকির ডেইল এলাকার আবুল কালামের ছেলে মোঃ মিনহাজ (১৭), দক্ষিণ ধুরুং ইউনিয়নের বৈদ্যার পাড়া এলাকার আবু তাহেরের ছেলে মোঃ রাকিব (২০)সহ মোঃ সাইফুল (৪৮),মোঃ মামুন (২০)
শনিবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে কুতুবদিয়ার পশ্চিমে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় গ্যাসের সিলিণ্ডার বিস্ফোরণ হয়ে দক্ষিণ ধূরুং ইউনিয়নের আক্তার কোম্পানির নৌকায় আগুণ ধরে যায়। নিউজের শেষ খবর পাওয়া পর্যন্ত ৮জন জেলে গুরুতর আহত হয়। খবর পেয়ে এলাকাবাসীরা কয়েকটি ডেনিস বোট নিয়ে গিয়ে পাম্প মেশিন দিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আহত ব্যাক্তিদেরকে উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে নিয়ে যায়, ওদের মধ্যে ৯জনেই গুরুতর আহত৷ তাদেরকে কুতুবদিয়া হাসপাতাল ভর্তি করা হলে রোগীর অবস্হা আশংকাজনক দেখে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার রেজাউল হাসান।