মিজানুর রহমান
অসময়ে তরমুজ চাষ করে লাভবান হয়েছেন কৃষক সরওয়ার আলম। সে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের সন্দীপ পাড়ার বাসিন্দা।গত আগষ্ট মাসের শুরুতে সাড়ে ১২ গন্ডা জমিতে চায়নার চ্যাম্পিয়ান ও জাপানের জাম্বু নামক দু'জাতের তরমুজ চাষ করে আর্থিক ভাবে এ সফলতা লাভ করেছেন। অসময়ে এ তরমুজ সুস্বাদু ও গুণগত মান ভালো হওয়ায় অনেকেই ক্ষেতে এসে দ্বিগুণ দামে নিয়ে যাচ্ছেন। তরমুজ চাষী সরওয়ার আলম বলেন, অসময়ে সাড়ে ১২ গন্ডা জমিতে তরমুজ চাষ করে লাভবান হয়েছি। গত আগষ্ট মাসে শুরুতে তরমুজের চারা রোপণ করেছি। অসময়ে তরমুজ সুস্বাদু ও চাহিদা কিছুটা বেশি হওয়ায় দামও বেশি পেয়েছি। ইতোমধ্যে প্রতি জোড়া ৮০০ থেকে ২০০ টাকায় বিক্রি করে ১০০০টি তরমুজ বিক্রি হয়েছে। শেষ মুহূর্তে আরও ২০০ টির উপরে ক্ষেতে রয়েছে বলে জানান। উপজেলা কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের আলী আকবর ডেইল ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা মিজবাহ উদ্দীন সেলিম জানান, কুতুবদিয়ায় চলতি মৌসুমে সাড়ে ১২ গন্ডা জমিতে তরমুজ চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় অসময়ে তরমুজ চাষ করে ভালো দাম পাওয়ায় লাভবান হয়েছেন কৃষক সরওয়ার আলম।