রূপালী ডেস্ক নিউজ:
২০১০ ঢাকা সাউথ এশিয়ান (এসএ) গেমসে দু’টি স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশের উশু। ওই শেষ। এরপর আরও দুই এসএ গেমসে খেলার সুযোগ পেলেও সোনার হাসি হাসতে পারেননি লাল-সবুজের উশুকারা। রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। হতাশা ভুলতে এবার পার্বত্য চট্টগ্রামে প্রতিভা খুঁজতে যাচ্ছে উশু ফেডারেশন। পাহাড়ি ছেলে মেয়েদের খুঁজে বের করে এনে এসএ গেমসের স্বর্ণপদক পুনরুদ্ধার করতে চায় তারা। এ প্রসঙ্গে বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন বলেন, ‘আমরা রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, চট্টগ্রাম, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহের পাহাড়ি এলাকাসহ দেশের ২০টি জেলায় ৪০ জন করে খেলোয়াড় নিয়ে দীর্ঘ মেয়াদী অনুশীলনের মাধ্যমে সোনাজয়ী উশু খেলোয়াড় বের করে আনব। যাদের মাধ্যমে ভবিষ্যতে এসএ গেমসে স্বর্ণ পুনরুদ্ধার করতে পারব। যাদের মাধ্যমে ভবিষ্যতে এসএ গেমসে স্বর্ণ পুনরুদ্ধার করতে পারব। কারণ পাহাড়ি ছেলে মেয়েদের স্ট্যামিনা খুব ভাল হয়।’
আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য দুলাল যোগ করেন, ‘পাহাড়ে স্বর্ণপদকজয়ী উশুকা খোঁজার বিষয়ে ক্রীড়া পরিদপ্তরের মাধ্যমে সরকারের সহযোগিতা পাব আমরা।’ প্রত্যেক জেলা থেকে ৪০ জনকে নিয়ে উশু ও কুংফু অনুশীলনের পর চারজন করে বাছাই করা হবে। ২০ জেলার বাছাইকৃত ৮০ জনকে নিয়ে তিন মাসের অনুশীলনের পর উশুকাদের সংখ্যা ছয়জনে নামিয়ে আনা হবে। পরবর্তীতে যারা জাতীয় দলে যোগ দেবে স্বর্ণ পুনরুদ্ধারের স্বপ্ন যাত্রায়।