সংবাদ বিজ্ঞপ্তি।
কক্সবাজার জেলাসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মেডিকেলে কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী দের সংগঠন কক্সবাজার মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস' এসোসিয়েশন। সংগঠনটি মূলত কক্সবাজার জেলার মানুষদের জন্য স্বাস্থ্য বিষয়ক সচেতনতা, স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রাম এবং তারা নিজেদের মধ্যে আরও দৃঢ় বন্ধন গড়ে তুলার লক্ষ্যে প্রতিষ্ঠিত। সংগঠন নিয়ে প্রথম কাজ শুরু হয় গতবছর এপ্রিল মাসের দিকে। তারা এ পর্যন্ত কক্সবাজার জেলার মানুষদের জন্য নানা হেলথ ক্যাম্পেইন, মাস্ক বিতরণ, ব্লাড গ্রুপিং, করোনা নিয়ে সচেতনতা, ডায়াবেটিস পরীক্ষা নানা কাজ করে গেছে। প্রায় এক বছর পর এসে এই এসোসিয়েশন এর আহবায়ক কমিটি অনুমোদন পেয়েছে। আহবায়ক কমিটি অনুমোদন দেয় চিকিৎসকদের অভিভাবক সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ), কক্সবাজার শাখার সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ মারুফুর রহমান। আহবায়ক কমিটিতে আহবায়ক হলেন, সাজ্জাদ হোছাইন। সদস্য সচিব জামিল মো. আশিক রিয়াদ এবং কোষাধ্যক্ষ মো. ওমর ফারুক। যুগ্ন আহবায়ক - শেখ লুৎফর রহমান তুষার, অর্নব দাশ, তাশমিলা তাশফী, আলিফুন নাহার, শাহনেওয়াজ সুশান, সৈয়দ তৌকির আহমেদ এবং মোহাম্মদ মারুফ। এ কমিটিতে সদস্য হিসেবে আছে- নুসরাত ইমরোজ বিথী, অসিত সরকার, অংকন দেব পাল, রাইতা বিনতে আলি প্রমী এবং আফিয়া আজিজা। কমিটির আহবায়ক জানান, এসোসিয়েশন কক্সবাজার জেলার প্রান্তিক মানুষদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলার জন্য কাজ করে যাবে। এটা একটা শিক্ষার্থীদের এসোসিয়েশন, এখানে কোন ডাক্তার নেই। সবাই শিক্ষার্থী, পড়াশোনা করা হলো আমাদের মূল লক্ষ্য। পড়াশোনার মধ্যে যখনই সময় পাওয়া যাবে, অবসর পাওয়া যাবে তখনই এসোসিয়েশন এর পক্ষ থেকে জেলার মানুষের জন্য ভালো কিছুর করার চেষ্টা থাকবে। কক্সবাজার জেলার আপামর জনসাধারণের কাছে এসোসিয়েশন এর জন্য এবং তারা যেন ভালো কাজ করে যেতে পারে সেজন্য দোয়া কামনা করেন।