শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে কক্সবাজার কমার্স কলেজের এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রামুর বিবেকারাম বৌদ্ধ বিহারে ৮ দিন ব্যাপী বিদর্শন ভাবনা কর্মশালা শুরু ১৩ ডিসেম্বর  উখিয়ায় সরকারী জমি দখল করে রোহিঙ্গা শ্রমিক দিয়ে দোকান নির্মাণ টেকনাফে বিজিবি’র অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার: আটক-১ মহেশখালীতে নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় কক্সবাজার পৌর, সদর ও রামু উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, নতুন আহ্বায়ক কমিটি গঠন মহেশখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ চকরিয়ায় হাইব্রীড ধান ও উফশী সার পেয়ে খুশিতে উৎফুল্ল উপকারভোগী কৃষকেরা চকরিয়ায় উপজেলা কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এখন কক্সবাজারে।

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কক্সবাজার হবে স্মার্ট জেলা:রামুর কাউয়ারখোপে হুইপ কমল এমপি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা অক্লান্ত পরিশ্রম করে নৌকা প্রতীককে বিজয়ী করেছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কক্সবাজার সদর, পৌরসভা, ঈদগাঁও এবং রামুর মানুষ ভালোবাসা দেখিয়েছেন বলেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মহান জাতীয় সংসদের হুইপ এর দায়িত্ব দিয়ে আপনাদেরকে সম্মানিত করেছেন। আমরা সকলে এ সম্মান রক্ষা করবো।

তিনি বলেন কক্সবাজার-৩ সংসদীয় আসনের প্রতিটি এলাকার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করে কক্সবাজারকে স্মার্ট জেলায় রূপান্তর করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে। এলাকার উন্নয়নে উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব্য রয়েছে। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে এমন ব্যক্তিকে চেয়ারম্যান নির্বাচিত করতে হবে, যিনি ইতিপূর্বে সততা, ন্যায় বিচারক হিসেবে জনমনে প্রসংশিত হয়েছেন।

রামু উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম ভূট্টোকে পরিচয় করিয়ে দিয়ে হুইপ কমল বলেন,
রামুর সদর ইউনিয়ন ফতেখাঁরকুলের মানুষের ভালোবাসায় তিনি দু‘বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর মতো ব্যক্তিকে আগামীতে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করতে সকলের প্রতি আহবান জানান তিনি।

রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমুহের আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রামু উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, ফতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, রামু উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নি, কাউয়ারখোপ হাকিম-রকিমা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, যুবলীগ নেতা ওসমান সরওয়ার মামুন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন কোম্পানি,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তপন মল্লিক, সাধারণ সম্পাদক বক্কর ছিদ্দিক, যুবলীগের সহ-সভাপতি সাংবাদিক নীতিশ বড়ুয়া, সাধারণ সম্পাদক রাশেদ আলী, উপজেলা যুবলীগ নেতা ওসমান গণি, ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজিজুল হক আজিজ মেম্বার, কাউয়ারখোপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নুরুল ইসলাম নাহিদ, যুবলীগ সভাপতি মো. নুরুল আজিম, ছাত্রলীগ নেতা মোহাম্মদ নোমান, ইউনিয়ন পরিষদের মেম্বার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন রামু থানা মসজিদের ঈমাম মাওলানা কাশেম কাদেরী।

বুধবার (৩ এপ্রিল) বিকাল ৩ টায় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ঢাকা থেকে কক্সবাজার পৌঁছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। পরে সার্কিট হাউসে রাষ্টীয় সালাম জানান জেলা পুলিশের একটি চৌকস দল। বিকালে হুইপ সাইমুম সরওয়ার কমল খুনিয়াপালং ইউনিয়নে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs