এম. শহীদুল ইসলাম, কুতুবদিয়া:
কক্সবাজারের কুতুবদিয়ায় নিরাপদ খাদ্য, টেকসই কৃষি ও জলবায়ু অর্থায়নের দাবীতে এশিয়া ডে পালন করেছে পরিবেশবাদীরা।
সোমবার (২১ অক্টোবর) সকাল ১০ টায় এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডেট অ্যান্ড ডেভেলপমেন্ট (এপিএমডিডি),ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর যৌথ উদ্যােগে কুতুবদিয়া উপজেলা গেইটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতীয় সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) কুতুবদিয়া উপজেলা শাখার আহবায়ক এম, শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সদস্য সচিব শিক্ষক মিজানুর রহমানসহ আরো অনেকে।
সংগঠনের সদস্যসচিব শাহেদুল ইসলাম মনিরের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্যে বলেন, দেশের খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে হবে। শুধু খাদ্য উৎপাদন নয়, এগুলো রক্ষার ব্যবস্থা করতে হবে। বিশ্বে প্রায় ১০০ কোটি উপরে মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। আর বাংলাদেশে প্রায় ৩ থেকে ৪ কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। এজন্য আমাদের চাষাবাদ বাড়াতে হবে। তিনি আরও বলেন, কুতুবদিয়া দ্বীপে শাক সবজি, খাদ্যপোযোগী ফসল উৎপাদন বাড়াতে হবে। তাই সুপার ডাইক বেড়ীবাঁধ নির্মাণের মধ্য দিয়ে সাগরের লবণাক্ত পানি থেকে কৃষি জমি গুলোকে রক্ষার বিকল্প নেই বলে জানান।
সভাপতির বক্তব্য সংগঠনের আহবায়ক এম. শহীদুল ইসলাম বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে দ্বীপ উপজেলা কুুতুবদিয়ায় কৃষি জমি সাগর গর্ভে তলিয়া যাচ্ছে। লবনাক্ততার আধিক্যের কারণে ফসল উৎপাদন ক্রমে সংকুচিত হচ্ছে। কৃষকের পেশার পরিবর্তন হচ্ছে। তাই খাদ্য সংকট তীব্র আকার ধারণ করছে। সেই লক্ষ্যে তিনি বিভিন্ন দাবী তুলে ধরে জানান, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তন থেকে আমাদের খাদ্য ব্যবস্থা রক্ষা করা, জমি, খাদ্য ও পানি মানুষের জন্য, মুনাফার জন্য নয়, বিশ্ববাজার নয়, জনগণের খাদ্যের জন্য টেকসই খাদ্য ব্যবস্থাকে অর্থায়ন করতে হবে। আমদানি নির্ভরতা বন্ধ করা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার জন্য কাজ করা এবং আমাদের খাদ্য ব্যবস্থায় ঔপনিবেশিকতার জন্য ক্ষতিপূরণ দাবী করেন।
এ সময় কৈয়ারবিল ইউপির সাবেক সদস্য কপিল উদ্দিন, যুব রেডক্রিসেন্ট কুতুবদিয়ার টিম লিডার জামশেদ আলী, রাহাত, মো. পারভেজ, মোরশেদ, আমিনুল হক, তামিমসহ বিভিন্ন শ্রেনীর পেশা মানুষ উপস্থিত ছিলেন।
উক্ত সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার সর্বস্তরের উপস্থিত লোকজন জলবায়ু ন্যায় বিচারের স্বপক্ষে বিভিন্ন প্লেকার্ড নিয়ে তাঁদের দাবী জানান।