প্রেস বিজ্ঞপ্তি,
কক্সবাজারের রামু উপজেলার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্যদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইডিং অফিসার, উপজেলা শিক্ষা অফিসার গৌর চন্দ্র দে এর পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে অভিভাবক সদস্য নুরুল হক আজীবন দাতা সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়অর কমল এমপি’র নাম প্রস্তাব করলে উপস্থিত সকল সদস্য তাতে সমর্থন দেন। এ পদে অন্যকোন প্রতিদন্ধী না থাকায় প্রিজাইডিং অফিসার এমপি কমলকে প্রাথমিক ভাবে সভাপতি নির্বাচিত ঘোষনা করেন।
প্রিজাইডিং অফিসার গৌর চন্দ্র দে জানান, গত ৭ ফেব্রুয়ারি ছিল সদস্য পদে নির্বাচন। যথাযত নিয়ম অনুসরন করে ওই দিন দাতা সদস্য পদে আলহাজ্ব সাইমুম সরওয়অর কমল এমপি, সাধারণ অভিভাবক সদস্য পদে নুরুল হক, মীর মোশারফ হোসাইন, সৈয়দ আলম, শাহাজাহান মিয়া, সংরক্ষিত মহিলা সদস্য পদে মরিয়ম বেগম, শিক্ষক প্রতিনিধি সদস্য পদে বোরহান উদ্দিন, মো: নুরুল হুদা, সংরক্ষিত শিক্ষক প্রতিনিধি সদস্য পদে সাজেদা বেগম বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. আজিজুল হক সিকদার পদাধিকার বলে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন। বুধবার সকল সদস্যের ভোটে আজীবন দাতা সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়অর কমল এমপি সভাপতি নির্বাচিত হন।
এদিকে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলেল অভিনন্দন জানান বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সভাপতি নীতিশ বড়ুয়া, পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ।