রামু প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ,ঘরে ঘরে বিদ্যুৎ, ঘরে ঘরে বিদ্যুৎ সময়ের ব্যাপার মাত্র।
তারই ধারাবাহিতায় রামুর কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা টিলা পাড়াসহ বেশ কিছু এলাকায় বাদ পড়া অংশে কক্সবাজার সদর রামু- ০৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপির একান্ত প্রচেষ্টায় স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক হাবিব উল্লাহ মেম্বারের সার্বিক তত্ত্বাবধানে বাকি অংশের বিদ্যুতায়নের কাজ শুরু হয়েছে।
ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলা এখন শুধু সময়ের ব্যাপার ‘ প্রায় ৯০ ভাগ মানুষই বিদ্যুৎ পেয়ে গেছেন। আর ১০ ভাগ মানুষও পাবেন। সেদিকে লক্ষ্য রেখেই কাজ করে যাচ্ছে সংসদ সদস্য জনাব সাইমুম সরওয়ার কমল। রামু কক্সবাজারের প্রত্যেক মানুষের ঘরে আলো জ্বালানো।
স্থানীয়রা জানান, আমাদের উখিয়ারঘোনা এলাকার তচ্ছাখালী, টিলা পাড়া, উত্তর টিলা পাড়া, নাপিতা ঘোনা চৌধুরী খামার সহ বাদ পড়া অংশে নতুন করে বিদ্যুৎ লাইনের কাজ ১৯ এপ্রিল সোমবার শুরু হয়েছে। বিদ্যুতের চাহিদা মেটাতে মাননীয় সংসদ সদস্য জনাব সাইমুম সরওয়ার কমন এমপি মহোদয় ও ইউপি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক হাবিব উল্লাহ মেম্বার সম্ভব সব পদক্ষেপ নিয়েছে তার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
ইউপি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক হাবিব উল্লাহ মেম্বার জানান, আমার মাননীয় সংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি মহোদয় উখিয়ারঘোনা বাসীর প্রতি অত্যন্ত আন্তরিক এবং তিনি আমাদের সকল দাবী খুব সহজেই বাস্তবায়ণ করে দেন। তার জন্য আমি উখিয়ারঘোনা বাসীর পক্ষ থেকে এমপি মহোদয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি। ইতিমধ্যে ওনার সার্বিক তত্বাবধানে উখিয়ারঘোনা এলাকার বাদ পড়া অংশে নতুন করে বিদ্যুৎ লাইনের কাজ শুরু হয়েছো।