এস.এম ছৈয়দ উল্লাহ আজাদঃ
এবার কক্সবাজার থেকে সৈয়দপুর সরাসরি ফ্লাইট চলবে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে উক্ত ফ্লাইটের শুভ উদ্বোধন করেন পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। এসময় পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চেয়ারম্যান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাবস্তী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ ও কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম’সহ উর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটের উদ্বোধনী ফ্লাইটের টিকেটের মূল ভাড়ার উপর ১৫ শতাংশ বিশেষ মূল্য ছাড় দিচ্ছে। ৭ অক্টোবর সৈয়দপুর-কক্সবাজার রুটে এবং ৯ অক্টোবর কক্সবাজার-সৈয়দপুর রুটে উদ্বোধন হতে যাওয়া বিমানের সরাসরি ফ্লাইটের টিকেটের মূল ভাড়ার উপর ১৫ শতাংশ বিশেষ মূল্য ছাড় দেয়া হচ্ছে। উল্লিখিত ছাড় শুধু উক্ত দুই তারিখের মূলভাড়ার উপর প্রযোজ্য হবে। ৭ অক্টোবর বৃহস্পতিবার বিমানের সৈয়দপুর-কক্সবাজার রুটের উদ্বোধনী ফ্লাইট বিজি৫৯২ সৈয়দপুর বিমানবন্দর থেকে সকাল সাড়ে ১০টায় কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়। ৭ অক্টোবর এরপর থেকে সপ্তাহে প্রতি বৃহম্পতিবার সকাল ৯:২০ টায় ফ্লাইট বিজি৫৯২ সৈয়দপুর থেকে সরাসরি কক্সবাজার এবং ০৯ অক্টোবর থেকে প্রতি শনিবার দুপুর ১:২৫টায় ফ্লাইট বিজি৫৩৮ কক্সবাজার থেকে সরাসরি সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এসময় প্রতিমন্ত্রী জানিয়েছেন, কক্সবাজার – সৈয়দপুর রুটে সরাসরি বিমান চলাচলের মধ্যদিয়ে বৃহত্তর রংপুর বিভাগের আট জেলার মানুষ পর্যটন নগরী কক্সবাজার ভ্রমণ করতে পারবে।