সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাতারবাড়ি আজিজিয়া মাদ্রাসায় ৪ লাখ টাকা অনুদানের ঘোষনা দিলেন প্রবাসী ফয়সালা আমিন ঢাকা’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান করেছে ঢাকাস্থ রামু সমিতি  রামুর চাকমারকুল বিএনপির সাবেক সভাপতি শাহ আলম কোম্পানীর ইন্তেকাল, জানাযা সম্পন্ন ও এম এস ডিলারের লাইসেন্স পেতে মরিয়া পুরনো আওয়ামী সিন্ডিকেট, আবেদন জমা পড়েছে ১৩৬ টি আলোচিত বৈঠকে না’শকতার ছক! বদির অর্থায়নে পরিকল্পনাকারী গফুর চেয়ারম্যান বাঁশের বেড়ার ঘরে থাকেন সাফজয়ী ঋতুপর্ণা ঈদগাঁও’র নবাগত ইউএনও বিমল চাকমা আগামীতে কেউ রাজনীতি করতে চাইলে জুলাই অভ্যূত্থানকে ধারণ করতে হবে-ঈদগাঁওতে নাগরিক কমিটির মতবিনিময় সভায় বক্তারা সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলেন কোস্ট গার্ড গোপন বৈঠকের অভিযোগে আবাসিক হোটেল থেকে ১৯ ইউপি সদস্যকে আটক সদর মডেল থানা পুলিশ।

এনাম মেম্বারের ছেলে ও ভাইয়ের নেতৃত্বে বন-উজাড় প্রতিযোগিতার বাঁধাতে বনকর্মীর উপর হামলাঃআহত-৫

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৮৫ বার পঠিত

চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ
কক্সবাজার উত্তর বনবিভাগের,চকরিয়াস্হ ফাঁসিয়াখালী রেঞ্জের,কাকারা বনবিটের সংরক্ষিত বনাঞ্চলের গাছ দিনে-দুপুরে কেটে উজাড় প্রতিযোগিতার মূখে বনকর্মী কর্তৃক বাঁধা প্রদানে ক্ষিপ্ত হয়ে স্হানীয় এনাম মেম্বারের ছেলে ও ভাইয়ের নেতৃত্বে বনদস্যুরা হামলা চালায়।এসময় ৫জন বনকর্মী গুরুতর আহত হয়েছে।

রবিবার (২ জুন) দুপুর ৩টার দিকে কাকারা বন বিটের শাহ ওমর নগর এলাকার বনাঞ্চলে এঘটনা ঘটেছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেন রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন।

আহতরা হলেন-নেজাম হেডম্যান (মাথায় ও হাতে আঘাত প্রাপ্ত),জাহাঙ্গীর আলম রাজিব, বাগান মালী (শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়),মোহাম্মদ মাসুদ রানা, ফরেস্ট গার্ড ( হাত পায়ে আঘাত প্রাপ্ত),মোহাম্মদ ইউসুফ আলী ফরেস্ট গার্ড (হাত, পায়ে আঘাত প্রাপ্ত) ও সুকেন্দ নাথ দাস, বাগান মালী ((হাত, পায়ে আঘাত প্রাপ্ত)।

তিনি জানান,কাকারা বনাঞ্চলে অবৈধভাবে ঢুকে বনের গাছ কেটে ফেলার খবর পেয়ে বিটকর্মকর্তা ও স্টাপেরা বাঁধা দিলে স্হানীয় এনাম মেম্বারের ছেলে মোঃ সাজ্জাদ (২৫),একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাকের মোঃ চর এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে মোঃ আমানউল্লাহ প্রকাশ, গুড়া মিয়া (৪২),জসিম উদ্দিনের ছেলে মোঃ জিসান (২৮),মোঃ রশিদ আহমদের ছেলে মোঃ সোহেল (৩০) ও আব্দুল হাকিমের ছেলে মোঃ জাফর (৫৫) সহ আরো কথেক বনদস্যুরা গাছ কাটায় বাঁধা দেওয়াতে হামলা চালিয়ে আমার ৫জন বনকর্মীদের গুরুতর আহত করেছেন।সুতরাং বনদস্যুদের বিরুদ্ধে বন আইন মোতাবেক ও ফৌজদারি আইনে ব্যবস্হা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs