রবিবার, ২২ জুন ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জানারঘোনায় বন্যহাতির আক্রমণে আহত রিয়া মণির পাশে দাড়াঁলেন উপজেলা প্রশাসন। ডুলাহাজারা ইউনিয়ন বিএনপিতে ৪জন উপদেষ্টা সহ ১২জন বিশিষ্ট আহবায়ক কমিটি প্রকাশ আইন শৃংখলার চরম অবনতি: ঈদগাঁওয়ে ফের অস্ত্রের মুখে সেতুর মালামাল ও  তিনটি গরু লুট ঈদগাঁওতে অস্ত্র ঠেকিয়ে গরু লুট- আতংকে এলাকাবাসী চকরিয়ায় ডেভিল হান্ট অভিযানে ১৬ জন আ’লীগের নেতাকর্মী আটক সাগরে নিষেধাজ্ঞা শেষ;দ্বিতীয় কিস্তির চাল এখনো পাননি দ্বীপের জেলেরা চকরিয়ায় অজ্ঞাত গাড়ীর ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু সমুদ্রপথে মায়ানমারে পাচারকালে সার ও এনার্জি ড্রিংক জব্দ,আটক-৬ আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ কক্সবাজার’র ঈদ পুনর্মিলনী সম্পন্ন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন :সভাপতি নুরুল ইসলাম হেলালী,সাধারণ সম্পাদক এস এম জাফর

এক ডিসেম্বর শুরু কক্সবাজার শিল্প ও বানিজ্য মেলা, থাকছে না শিক্ষার্থীদের জন্য প্রবেশ ফি

রিয়াজ উদ্দিন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

রিয়াজ উদ্দিনঃ

কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা পর্যটন নগরী কক্সবাজারের জন্য একটি ঐতিহাসিক মেলা। কক্সবাজার ছাড়াও দেশের আনাচে কানাচের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসে এই মেলা। আগামী ১লা ডিসেম্বর জমকালো আয়োজনে কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন হচ্ছে।

কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সংলগ্ন পর্যটন গলফ মাঠে রবিবার সন্ধ্যায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। মেলায় ইতিমধ্যেই সাজানো হয়েছে বিভিন্ন আইটেমের স্টল। শিশুদের জন্য বিনোদন উপলক্ষ্যে বসানো হয়েছে নাগরদোলা, ট্রেন, দোলনা, জল রাইডারসহ আরো অনেককিছু। স্থাপন করা হয়েছে খাবারের জন্য বিভিন্ন স্টল, দেখানো হবে ভূতের প্রদর্শনী, সাথে রয়েছে জাদুর মঞ্চ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা প্রশাসক  ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাহ্ উদ্দিন।

বিশেষ অতিথি থাকবেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর মোহাম্মদ নুরুল আবছার, কক্সবাজার জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াছ খাঁন, ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থী সহ প্রমুখ।

ইতিমধ্যেই মেলার কাজের উদ্বোধন পর্ব শেষ হয়েছে।  উদ্বোধন কাজে উপস্থিত ছিলেন কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা পরিচালনা কমিটির পক্ষে সভাপতি রফিকুল ইসলাম, সদস্যসচিব মো: সানাউল্লাহ আবু, কো—চেয়ারম্যান সাইফুল ইসলাম লিটন পরিচালক, আরিফুল ইসলাম, আজিজুল হক সোহেল, জয়নাল আবেদীন, হেলাল উদ্দিন চৌধুরী, আবদুল করিম সহ মেলার পরিচালনা কমিটির কর্মকর্তাবৃন্দ।

 

আয়োজক কমিটির সদস্যসচিব মো: সানাউল্লাহ আবু জানান, এবারের শিল্প ও বানিজ্য মেলা হবে ব্যতিক্রমী ও জাঁকজমকপূর্ণ। প্রতিবারের মতো এবারও মেলা থাকবে বিভিন্ন বিনোদনের ব্যবস্থা। মেলার প্রধান ফটক নির্মিত হয়েছে রাজকীয় ফটকের আদলে।  ইতিমধ্যে নির্মাণের অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে। এর আগে পবিত্র খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক কাজের শুভ উদ্বোধন হয়।

 

মেলার পরিচালক মোঃ আরিফুল ইসলাম জানান, মেলায় এবারের সবচেয়ে বেশি আকর্ষনীয় হল শিক্ষার্থীদের বিনামূল্যে প্রবেশ ফি নিধার্রিত হয়। যেহেতু, গেল ৫ই আগস্ট ছাত্র—ছাত্রীদের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়তম স্বাধীনতা ফিরে পেয়েছে। ১ ডিসেম্বর মেলার আনুষ্ঠানিকতা হবে। এবার মেলা বেশ উৎসবমুখর হবে। ভিন্নতা আসবে। সকলকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs