নিজস্ব প্রতিবেদক।
কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কৃষকই বাংলাদেশের প্রাণ এই শ্লোগানে বাংলাদেশ কৃষকলীগের কক্সবাজার শহর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল আনুষ্ঠিত হয়েছে৷
কৃষকলীগের শতশত নেতাকর্মী ও তৃণমূল কৃষকের পদভারে মুখরিত সম্মেলন প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন কক্সবাজার জেলা কৃষকলীগের সভাপতি রশিদ আহমদ।
বুধবার ১০ফেব্রুয়ারি বিকেল ৩ টায় শহরের আলির জাহালস্থ প্রিন্স অব কক্স কমিউনিটি সেন্টারে সম্মেলন ও কাউন্সিল আনুষ্ঠিত হয়৷
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী৷
প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা মডেল কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দীন চৌধুরী৷
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, এত সুন্দর এবং সুসংগঠিত সংগঠন করার জন্য জেলা কৃষকলীগের সভাপতি- এবং সাধারণ সম্পাদককে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ যানাচ্ছি৷
প্রধান বক্তার বক্তব্যে জেলা মডেল কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দীন চৌধুরী বলেন, আমরা সততা এবং ন্যায় পরায়নতাকে বিশ্বাস করি, আমার জেলা কৃষকলীগে কোন ধরনের সন্ত্রাস, চাঁদাবাজ, দূর্ণীতিবাজদের জায়গা নেই৷
উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি, কেন্দ্রীয় কৃষকলীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা,
কেন্দ্রীয় কৃষকলীগের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এডভোকেট উম্মে হাবিবা, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-আইন বিষয়ক সম্পাদক
এডভোকেট রাবেয়া হক, কেন্দ্রীয় কৃষকলীগের
সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কৃষকলীগের জাতীয় কমিটির সদস্য মোতাহের হোসেন বাবুল, কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক জাতীয় পরিষদ সদস্য এম,এ হাশেম, জেলা কৃষকলীগের সহ-সভাপতি রফিক উদ্দিন রফিক, জেলা কৃষকলীগের সহ-সভাপতি আনিসুল হক চৌধুরী, জেলা কৃষকলীগের সহ-সভাপতি এডভোকেট মোস্তাক আহমদ, জেলা কৃষকলীগের সহ-সভাপতি
কৃষিবিদ সুজন কল্যাণ বড়ুয়া, জেলা কৃষকলীগের
যুগ্ন- সাধারন সম্পাদক সনজিত চক্রবর্ত্তী, জেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক
মোঃ রিয়াজ মোর্শেদ, জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক হোসাইন মাসুম, শহর কৃষকলীগের যুগ্ন-আহবায়কবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, সম্মেলনে উপস্থিত থেকে আমি যেটা দৃশ্যমান দেখে যাচ্ছি, জেলা কৃষকলীগের প্রতিটি সম্মেলনে প্রকৃত কৃষকদের নিয়ে সংগঠন করা হচ্ছে৷
আমরা আশাকরব কৃষকলীগের প্রতিটি নেতা কর্মী দেশের সুনামে কাজ করে যাবে৷
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাচ্চু, জেলা কৃষকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোর্শেদুল আলম খোকন, জেলা কৃষকলীগের সিনিয়র সদস্য
আফলাতুন সিকদার, জেলা কৃষকলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমেদ, জেলা কৃষকলীগের ফসল ও পন্য সম্পাদক আব্দুল গফুর হেলালী, জেলা কৃষকলীগের সদস্য নুরুল আলম, জেলা কৃষকলীগের সদস্য ইয়াকুব আলী ইমন, জেলা কৃষকলীগের সদস্য সজিব দাশ,সদস্য, জেলা কৃষকলীগের সদস্য ইমাম হোসেন, জেলা কৃষকলীগের সদস্য ওয়াহেদ আল মারুফ, জেলা কৃষকলীগের সদস্য আমান উল্লাহ আমিন, জেলা কৃষকলীগ নেতা প্রমুখ।