মোঃ ওসমান গণি
যুব সমাজকে মৎস্য উৎপাদনে উৎসাহিত ও সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রসাশক আমিন আল পারভেজ ও উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়। মৎস্য খাত বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত। প্রতিবছর মৎস্য সপ্তাহ পালন মৎস্য সম্পদের সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে এবং জাতীয় মৎস্য পদক মৎস্য চাষে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাঙালি জাতির কৃষ্টি ও ঐতিহ্যের সাথে সম্পর্কিত মৎস্যসম্পদ রক্ষায় সকলকে কাজ করতে হবে। রবিবার মৎস্য অধিদপ্তর কর্তৃক জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক,জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন। এসময় আরো উপস্তিত ছিলেন জেলার মৎস্য অধিদপ্তর অফিসার এস এম খালেকুজ্জামান সদর উপজেলার সিনিয়র অফিসার তারাপদ চৌহান, বীর মুক্তিযোদ্ধা মনিরুল আলম,পৌর কাউন্সিলর জাহেদা আক্তার ক্ষেত্রে অফিসার জাহাঙ্গীর আলম, ওবায়দুল কাদের ইমন, মামুনসহ উপজেলা মৎস্য অফিসার, সদর, মৎস্যচাষি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরি শেষে সদর উপজেলা পরিষদ পুকুর, কক্সবাজারের ঐতিহ্যবাহী গোলদিঘী, বাজারঘাটা পুকুর, বিজিবি ক্যাম্প পুকুর,ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসার পুকুর,পোকখালী, ইসলামপুর,জালালাবাদ চৌফলদন্ডীসহ ও নির্বাচিত অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা, মাছেরপোনা বিতরণ করা হয়েছে।