সাইফুদ্দীন আল মোবারক :
টেকনাফের হোয়াইক্যং ইউপিস্থ রইক্ষ্যং ২২নং রোহিঙ্গা ক্যাম্পে এক নারীর শালিস সংক্রান্ত বিষয়ের জেরধরে সংঘবদ্ধ রোহিঙ্গারা এক মাঝিকে অপহরণের পর রক্তাক্ত করেছে।
জানা যায়, শনিবার ( ২২ মে) রাত ৮টারদিকে টেকনাফের ২২নং ঊনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি রফিকের বাসা থেকে নারী সংক্রান্ত একটি শালিস করে ফেরার পথে ১০/১২জন রোহিঙ্গা দূবৃর্ত্ত ডি-১ ব্লকের ৫৩নং ঘরের বাসিন্দা জয়নাল উদ্দিনের পুত্র সাব মাঝি দিলদার হোসেনকে অপহরণ করে ব্লক-বি-২ এবং ব্লক-ডি-৪ এর মধ্যবর্তী পাহাড়ে নিয়ে এলোপাতাড়ি মারধরের পর মাথা ও মুখমন্ডল রক্তাক্ত করে ছেড়ে দেয়। রক্তাক্ত ব্যক্তি ক্যাম্পের এমএসএফ হাসপাতালে চিকিৎসা নেয়। এই ঘটনায় জড়িতদের সনাক্ত করার জন্য এপিবিএন পুলিশের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
কক্সবাজার ১৬ এপিবিএন ব্যাটালিয়ন পুলিশের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান,এই ঘটনায় সাধারণ ডায়েরী করে দুষ্কৃতকারীদের সনাক্তের পর গ্রেফতার অভিযান চলমান রয়েছে।