রিয়াজ উদ্দিন:
কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান উত্তরণ মডেল কলেজ প্রথমবারের মত ২০২৪ সালের এইচ এস সি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। প্রাকৃতিক মনোরম পরিবেশে গড়া উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানটি অল্প সময়ে মানুষের মন জয় করেছে।
বৃহস্পতিবার (২৭ শে জুন) উত্তরণ হল রুমে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. ফজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ মডেল কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি, উত্তরণ গৃহায়ন সমবায় সমিতির চেয়ারম্যান, বায়তুশ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এম. এম. সিরাজুল ইসলাম।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানে সূচনা ঘটে।
প্রধান অতিথি এম এম সিরাজুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, উত্তরণ গৃহায়ণ সমবায় সমিতি লিঃ কর্তৃক প্রতিষ্ঠিত উত্তরণ মডেল কলেজএকটি সু-শৃঙ্খল ও সুপরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান।
নব প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতি, খেলাধুলার পাশাপাশি এলাকার শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখে চলেছে। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দক্ষ ও যুগোপযুগি শিক্ষা দানের লক্ষ্যে উত্তরণ কর্তৃপক্ষ নিরলস পরিশ্রম করে যাচ্ছে। শিক্ষার্থীদের পরিপূর্ণ মানসিক বিকাশে সবধরনের পঠন-পাঠনের ব্যবস্থা নেয়া হয়েছে। এসময় তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা অর্জন, মা-বাবা ও শিক্ষকদের শ্রদ্ধা ও সেবা করার জন্য তাগিদ প্রদান করেন এবং ভালো ফলাফলের মাধ্যমে কলেজের সুনাম অক্ষুন্ন রাখার আহবান জানান।
অনুষ্ঠানের সভাপতি প্রফেসর এ. কে. এম. ফজলুল করিম চৌধুরী বলেন, উত্তরণ কর্তৃপক্ষ উত্তরণ আবাসিক এলাকার আনিন্দ্য সুন্দর পরিবেশে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে এই এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিটি ঘরে ঘরে শিক্ষার প্রসারে অনন্য ভূমিকা পালন করছে। তিনি বলেন, এই কলেজের প্রাকৃতিক পরিবেশ পুরোপুরি বাংলাদেশের ক্যাডেট কলেজ সমূহের সমতুল্য যা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে একটি আদর্শ ঠিকানা। এসময় তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি দেশ ও দশের সেবায় এগিয়ে আসার আহবান জানান।
কলেজের বাংলা বিভাগের প্রভাষক রফিকুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার ও উত্তরণ গৃহায়ণ সমবায় সমিতি লিঃ এর সহ-সভাপতি এডভোকেট তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ গৃহায়ণ সমবায় সমিতির সম্পাদক ফরিদ আহমদ, উত্তরণ গৃহায়ণ সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্য যথাক্রমে মোহাম্মদ ছৈয়দ করিম, রোটারিয়ান এসএম নজরুল ইসলাম, রিদুয়ানুল হক, মৌলানা শফিউল আলম, আবুল কালাম (আবু), উত্তরণ মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলানা ফজলুল হক ও উত্তরণ মডেল কলেজের প্রভাষকবৃন্দ।
প্রধান আলোচক এডঃ তোফাইল আহমদ বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়,এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এইচ,এস,সি পরীক্ষা সম্পূর্ণ করে বিভিন্ন স্বনামধন্য বিশ্ব বিদ্যালয়ে অধ্যয়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা আসবে। তিনি আরো বলেন, শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়,বরং জ্ঞান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
তাছাড়া শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত ও সফলতা কামনা করে বলেন, তোমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেককেই আদর্শ ও সু-নাগরিক হিসেবে গড়ে উঠে হবে। তাই আমি বিশ্বাস করি আগামীতে তোমরা সর্বোচ্চ সফলতা অর্জন করে একজন আলোকিত মানুষ হবে।
এছাড়া বক্তব্য রাখেন, উত্তরণ গৃহায়ণ সমবায় সমিতির সম্পাদক ফরিদ আহমদ, উত্তরণ গৃহায়ণ সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্য যথাক্রমে মোহাম্মদ ছৈয়দ করিম, রোটারিয়ান এসএম নজরুল ইসলাম, কলেজের প্রভাষক মামুনর রশিদ, রেবেকা সুলতানা ডেজি, আবদুল জব্বার। শিক্ষার্থীদের পক্ষে বিদায় শিক্ষার্থী হামিদুর রহমান, সেজ্যুঁতি সুলতানা তুশি, মোঃ তোফাইল, অনুজ শিক্ষার্থী রাকিবুল ইসলাম।
অনুষ্ঠান শেষে এইচ এস সি বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অতিথিদের উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উত্তরণ মডেল কলেজের প্রভাষক রিয়াজ উদ্দিন। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ দোয়া কামনায় মোনাজাত পরিবেশন করা হয়। মোনাজাত পরিবেশন করেন উত্তরণ বায়তুশ জামে মসজিদের খতিব মৌলনা শওকত ওসমান।