রিয়াজ উদ্দিন:
কক্সবাজারের অনন্য সেরা শিক্ষা প্রতিষ্ঠান উত্তরণ মডেল কলেজের এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে উত্তরণ সমিতি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এম.এম সিরাজুল ইসলাম।
তিনি বলেন, দুই একটা সনদ পেলে শিক্ষা বা বিদ্যা অর্জন হয় না। সর্বোচ্চ শিক্ষা গ্রহণ ও নৈতিকতা সম্পন্ন ব্যক্তি হিসেবে নিজেকে গড়তে পারলেই সার্থকতা।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, উত্তরণ মডেল কলেজ স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। কোন কলেজ প্রাতিষ্ঠানিক পরিপূর্ণতা লাভের মধ্য দিয়ে নতুন কলেজ প্রতিষ্ঠা করতে পারে নি। একমাত্র উত্তরণ মডেল কলেজই করল কলেজ সূচনায় কলেজের নিজস্ব বহুতল বিশিষ্ট একাডেমিক ভবন, কলেজ বাস, কলেজ ল্যাব, কলেজ লাইব্রেরি, মুসলিমদের ইবাদত খানা, খেলাধুলার জন্য বড় স্টেডিয়াম, শহীদ মিনার, জাতীয় চারজন বীরশ্রেষ্টের স্মৃতিস্তম্ভ, কলেজের উন্মুক্ত মঞ্চ ইত্যাদি। এসবকিছু সম্ভব হয়েছে কেবলমাত্র আমার পেছনে একটি বড় সংস্থা “উত্তরণ গৃহায়ণ সমবায় সমিতি লিঃ” যেটি ১০০০ এর বেশি সদস্যবিশিষ্ট। তারা চায়, এই অজপাড়া গায়ে অবহেলিত ও বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। তাছাড়া তারা কক্সবাজারে একটি আন্তর্জাতিক মানের কলেজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে উত্তরণ মডেল কলেজ প্রতিষ্ঠা করেছে। তাই শিক্ষাপড়ালেখায় নিজেকে ভালো রেখে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতাপূর্ণ ও মানবিক সমাজ ব্যবস্থা সৃষ্টির লক্ষ্যে এবং সুশিক্ষিত জাতি গঠনে তোমাদের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে। এজন্য তোমাদের অনেক কিছু ত্যাগ করে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। নিয়ম-শৃঙ্খলা মেনে নিয়মিত প্রতিষ্ঠানে আসতে হবে। আগামী দিনের দেশ ও জাতির স্বপ্ন বাস্তবায়নের রূপকার হবে তোমরাই।
প্রধান বক্তা ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুহাম্মদ হামিদুর রহমান। শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ক্যারিয়ার গড়তে উচ্চশিক্ষার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কুরআনুল কারীমের প্রথম বাক্য পড়ো। মনুষ্যত্ববোধের জাগরণ এবং পৃথিবীতে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য জ্ঞানার্জনের কোন বিকল্প নাই। তাই জ্ঞান দিয়েই পৃথিবীতে আলো ছড়াতে হবে।
কৃতি সংবর্ধনায় প্রধান আলোচক ছিলেন উত্তরণ গৃহায়ন সমবায় সমিতি লিঃ এর সহ-সভাপতি এড. তোফায়েল আহমদ।
কৃতি শিক্ষার্থীদের উন্নত ক্যারিয়ার গঠনের স্বপ্ন জাগিয়ে বক্তব্য রাখেন, ইউনিভার্সিটির সহকারী পরিচালক (পিআর এন্ড মিডিয়া) ইমাম খাইর ও বিজনেস স্টাডিজ বিভাগের প্রভাষক তাওসিফ আহমেদ।
উত্তরণ মডেল কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনায় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরিচালক (প্রমোশন) দরবেশ আলী আরমান, ইংরেজি বিভাগের প্রভাষক আদিল ইলাহী, উত্তরণ গৃহায়ণ সমবায় সমিতি লিমিটেড এর নির্বাহী সদস্য এস.এম নজরুল ইসলাম, মোহাম্মদ তৈয়ব, রিদুয়ানুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রভাষক রিয়াজ উদ্দিন এর সঞ্চালনায় কৃতি সংবর্ধনায় অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্যে শিক্ষার্থীরা উদ্ধুদ্ধ হয়েছেন। তারা নিজেদের দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন।
অনুষ্ঠানের সভাপতি প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় উত্তরণ মডেল কলেজের প্রথম ব্যাচেই ৬৮ জন অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে পাশ করেছে ৫৭ জন। জিপিএ—৫ পেয়েছে ২ জন। পাসের হার ৮৩ দশমিক ৮২ শতাংশ। যা উচ্চশিক্ষা বিস্তৃতির ক্ষেত্রে মাইলফলক ভূমিকা রাখবে।
এ জাতীয় আরো খবর..