শাহেদ হোছাইন মুবিন:
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শীর্ষ নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ। শনিবার (৩০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কুতুপালং লাম্বাশিয়া ক্যাম্প ১/ওয়েস্ট, ব্লকঃ ডি/১১ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বন্দুক ও গুলি উদ্ধার করা হয়। ধৃতদের উখিয়া থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক। উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্ট (ডি ব্লকে) নিজ অফিসে অবস্থান করছিলেন মুহিবুল্লাহ। এ সময় বন্দুকধারীরা গুলি করে হত্যা করে তাকে। ইতিপূর্বে এ হত্যা মামলায় কিলিং স্কোয়াডের ৪ সদস্যসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে মোহাম্মদ ইলিয়াছ ও আজিজুল হক নামে দুইজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।