উখিয়া প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ায় পূর্থক অভিযান চালিয়ে ১ লাখ ৭৯ হাজার ৯শ ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার মূল্যে ৫ কোটি ৩৯ লাখ ৮৫ হাজার টাকা। আটককৃতরা হলাে উখিয়ার রাজাপালং ইউনিয়নের করইবনিয়া গ্রামের আলী হােসেন ছেলে মাে: রফিক প্রকাশ নুরুল আমিন (৩৫) ও টেকনাফ উপজেলার গােদার বিল এলাকার আলী হােসেন ছেলে চালক আব্দুল কাইয়ুম (৩৫)। আটককৃতদের বিকেলে উখিয়া থানায় সাের্পদ্দ করা হয়। সােমবার (৩০ আগস্ট) পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়। কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ বলেন,উখিয়ার রাজাপালং ইউনিয়নের গােলডেবার পাহাড় নামক স্থানে অভিযান চালিয়ে পিঠে লুঙ্গি দিয়ে বাঁধা অবস্থায় ৭০ হাজার পিচ ইয়াবাসহ একজনকে আটক করে রেজুআমতলী বিওপি’র সদস্যগণ। পরে আটক মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে একইদিন বিকাল সাড়ে ৪টার দিকে একই এলাকায় অভিযান চালিয়ে ১ লক্ষ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় উখিয়ার উেইলপাড়া এলাকার সৈয়দ নুরের ছেলে মােঃ শাজাহান (২৭) সহ অজ্ঞাতনামা ইয়াবা ব্যবসায়ী পালিয়ে যায়। তিনি আরাে জানান, এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্স্থা গ্রহণ করা হচ্ছে। একই দিন দুপুরে রেজুখাল যৌথ চেকপােট্টের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৯ হাজার ৯ শ ৫০ পিস ইয়াবা সহ একজন কে আটক করেছে।
উল্লেখ্য, কক্সবাজার ৩৪ বিজিবি গত ০১ জানুয়ারি ২০২১ হতে অদ্যাবধি পর্যন্ত চোরাচালান ও মাদক বিরােধী অভিযান পরিচালনা
করে ৩৫ লক্ষ ৪৭ হাজার ৫১৭ পিছ ইয়াবাসহ ১৬৩ জন আসামী আটক করে।