শাহেদ হোসেন মুবিন, উখিয়া :
কক্সবাজারের উখিয়া লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে কাঁটা তারের বাইরে ভাসমান অবস্থায় বিচ্ছিন্ন পা উদ্ধার করেছে (আর্মড ব্যাটালিন পুলিশ) এপিবিএন-১৪৷ বুধবার (১ সেপ্টেম্বর) আনুমানিক ১২ টায় লম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প ১ ইস্ট এর ব্লকঃ সি/১৩ এলাকার কাটা তারের বাহিরে ১০০ -২০০ ফিট দুরে ছোট খালের মধ্যে বিচ্ছিন্ন পা পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএন অধিনায়ক বলেন লম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প ১ ইস্ট এর ব্লকঃ সি/১৩ এলাকার কাটা তারের বাহিরে ১০০ -২০০ ফিট দুরে ছোট খালের মধ্যে মানুষের একটি কাটা পা, পাওয়া গেছে। উখিয়া থানায় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।