উখিয়া প্রতিনিধি :
কক্সবাজার দক্ষিন বনবিভাগের উখিয়া রেঞ্জের থাইংখালী বনবিটের আওতাধীন থাইংখালী ও তেলখোলা হাতিমরা নামক এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২টি অবৈধ বসতঘর উচ্ছেদ করেছে।এসময় প্রায় ১ একর সরকারি বনভুমি জবর দখলকারিদের কবল থেকে উদ্ধার করেছে। শনিবার ( ১১ সেপ্টেম্বর ২০২১) দুপুর ২টার দিকে উখিয়ার রেঞ্জ কর্মকর্তা গাজী মুঃ শফিউল আলমের নির্দেশে থাইংখালী বনবিট বকর্মকর্তা রাকিব হোসাইনের নেতৃত্বে বনকর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে থাইংখালী ও তেলখোলা হাতিমরা নামক এলাকার সরকারি বনভুমির জায়গা দখল করে নব-নির্মিত ২ টি অবৈধ বসতঘর ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। এসময় ঘর নির্মাণের সামগ্রী জব্দ করেছে।উদ্ধার করেছে প্রায় এক একর সরকারি বনভুমি। এ ব্যাপারে, থাইংখালী বনবিট কর্মকর্তা মোঃ রাকিব হোসাইন বলেন, ভুমিদস্যুরা সরকারি বনভুমি জবর দখল পূর্বক স্থাপনা নির্মাণের খবর পেয়ে বনকর্মী, হেডম্যানসহ ভিলেজারদের নিয়ে অভিযান চালিয়ে নতুন নির্মিত ২টি অবৈধ বসতঘর উচ্ছেদ ও ১ একর সরকারি বনভুমির জায়গা দখলমুক্ত করতে সক্ষম হয়েছি। জবর দখলের সাথে জড়িতদের বিরুদ্ধে বন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এ বন কর্মকর্তা।