শাহেদ হোছাইন মুবিন :
কক্সবাজারের উখিয়ার টাইপালং মাদ্রাসার পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ লোকমান (১২) নামের এক হেফজখানার ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর ২০২১) বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। মোহাম্মদ লোকমান উখিয়ার রাজাপলং ইউনিয়নের দরগাহবিল একালার নুর হোসেনের ছেলে এবং টাইপালং মাদ্রাসার হেফজখানার ছাত্র। স্বজনদের সূত্রে জানা যায়, হেফজখানা বন্ধ থাকায় লোকমান বন্ধুদের নিয়ে টাইপালং মাদ্রাসার পুকুরে গোসল করার জন্য ঘর থেকে বের হয়ে যায়। এরপর তারা কয়েকজন মিলে গোসল করার সময় লোকমান পানিতে ডুবে যাইতে দেখলে অন্যবন্ধুরা উদ্বারের চেষ্টা করে। পরে পানির নিচ থেকে তাকে উদ্বার করা হয়।এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, লোকমানের মৃত্যুর বিষয়ে থানায় কোন অভিযোগ আসে নাই।