উখিয়া প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়া থানা পুলিশের অভিযানে রবিবার (২৯ আগষ্ট) দিবাগত রাত অনুমান ১ ঘটিকার সময় দেশীয় অস্ত্র (রামদা) ও একজন রোহিঙ্গা সহ দুইজনকে আটক করেছে। গত রবিবার (২৯ আগষ্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানা পুলিশ পালংখালীর থাইংখালী স্টেশনের মৌলভী মুক্তারুল জলিল মার্কেটের ভাড়াটিয়া বাদল কর্মকার এর কামারের দোকান থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃত হলেন, বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বাজারপাড়া এলাকার মৃত বসন্ত বালা কর্মকারের ছেলে বাদল কর্মকার (৩৯) ও রোহিঙ্গা ক্যাম্প-২/ই ব্লক- এ/১, এফসিএন নং- ১২১৫৬৭, মৃত নজির হোছনের ছেলে হোসেন আহম্মদ (৩২)।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমদ সনজুর মোরশেদ জানান, আটকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিস্ট ধারায় মামলায় রুজু করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।