উখিয়া প্রতিনিধি।।
কক্সবাজারের উখিয়ায় চতুর্থ শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থী বলাৎকারের শিকার হয়েছে। সে উখিযার এক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র। এ ঘটনার পর থেকে ওই শিশুর মানসিক বিপর্যয়ে ভূগছে।
জানা গেছে, করোনা দূর্যোগে স্কুল বন্ধকালীন অসহায় হোটেল শ্রমিক পিতাকে আর্থিক সহযোগিতা করতে মোটর সাইকেল গ্যারেজে কাজ শুরু করে ওই কিশোর।
নির্যাতনের শিকার ওই ছাত্র নয়ন (ছদ্মনাম) বলেন, গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে গ্যারেজ থেকে ফেরার পথে পাতাবাড়ির রাস্তার মাথা থেকে উখিয়ার রাজাপালং মুহুরী পাড়া এলাকার মৃত মোহাম্মদ আলমের ছেলে মো: কামাল (৪২) তাকে মুখ বেঁধে কুতুপালং এলাকায় নিয়ে যায়। সেখানে রাতে তাকে পাশবিক নির্যাতন চালায়।
সারারাত অনেক খোঁজাখুজির পর সকালে দোকান মালিক ইদ্রিস মো: লাবিবের মাধ্যমে ৯৯৯-এ কল করে পুলিশের আশ্রয় নেন তার পরিবার। এ সময় সন্তানের শারীরিক বেহাল অবস্থা দেখে অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানায়।
এর আগে ওই ছাত্রের হাতে ৫শ টাকা দিয়ে ছেড়ে দিলে আহত অবস্থায় সে বাড়ি ফিরে এসে পরিবারের সদস্যদের বলে দেয়।
খবর পেয়ে উখিয়া থানার উপ-পরিদর্শক মো: মতিউর ঘটনার বিষয়ে খোঁজখবর নেন এবং তদন্ত পূর্বক আইনী পদক্ষেপ নেয়া হবে বলে জানায়।