উখিয়া প্রতিনিধি।।
কঠোর লকডাউন বাস্তবায়নে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উখিয়া উপজেলার বিভিন্ন পেশাজীবি শ্রেনী / সর্বস্তরের লোকদের নিয়ে এক মতবিনিময় সভা উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আমিমুম এহসান খান ইমরান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডাঃ রন্জন বড়ুয়া রাজন,রাজা পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন।
ইউএনও নিজাম উদ্দিন আহমেদ বলেন, লকডাউন চলাকালীন সময়ে সরকার ঘোষিত নীতিমালা বাস্তবায়নের সকলকে বাধ্য করা হবে৷ সরকারি নির্দেশনা অমান্যকারীকে জরিমানা ও শাস্তির আওতায় আনা হবে। সকল গাড়ী চলাচল বন্ধ থাকবে। সকল কাচাবাজার সামাজিক দুরত্ব বজায় রেখে খোলা রাখতে হবে। নির্ধারিত সময়ে দোকান বন্ধ করতে হবে। জরুরি সেবা ছাড়া সকল সরকারী বেসরকারী অফিস বন্ধ থাকবে। কর্মকর্তারা কর্মস্থলে থাকবে। উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনী সার্বক্ষণিক মাঠে থাকবে। লকডাউন কার্যকর করা জন্য জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সকল পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার জন্য আহবান জানান। তিনি আরো বলেন নিজের স্বার্থে ও পরিবারের স্বার্থে সকলকে মাস্ক ব্যবহার ১০০% নিশ্চিত করতে হবে।
কোভিড-১৯ বিস্তাররোধে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের লক ডাউন বাস্তবায়ন করতে উখিয়া উপজেলা প্রশাসনের এই জরুরী সভা অনুষ্ঠিত হয়।