শাহেদ হোছাইন মুবিন, উখিয়া :
কক্সবাজারের উখিয়া মধুরছড়া ক্যাম্পে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের(এপিবিএন)পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজা সহ ২ দুই মাদক কারবারি রোহিঙ্গা আটক হয়েছে।৭ সেপ্টেম্বর সকাল পৌণে ৭ টার দিকে মধুরছড়া পুলিশ ক্যাম্পের অধীনস্থ ক্যাম্প-৪’র ব্লক-এ-৪, এফসিএন নং-২১৪৮১৭’র আশ্রিত রোহিঙ্গা মোহাম্মদ আলীর(৪৪) বস্তিঘরের সামনের রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগে বিশেষ কায়দায় রক্ষিত ৯২০ গ্রাম গাঁজা ও ১৫৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটক মোহাম্মদ আলী একই সাকিনের মৃত আবু শামার ছেলে। অপরদিকে একইদিন সকালে ক্যাম্প-৩’র আশ্রিত রোহিঙ্গা আবদুল জলিলের ছেলে রশিদুল্লাহ কে ১২০ পিস ইয়াবা সহ আটক করেছে এপিবিএন পুলিশের একটি দল।আটক রশিদুল্লাহর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে সুত্রে জানা গেছে। মধুরছড়া পুলিশের ক্যাম্প কমান্ডার(এএসপি)শরীফুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম অভিযানে অংশ নেয়। এ সংক্রান্তে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা রুজু করতঃ ধৃত আসামীদের জব্দ ইয়াবা ও গাঁজা সহ উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে বলে জানান কক্সবাজার-১৪ এপিবিএন পুলিশের অধিনায়ক (এসপি) মোঃ নাইম উল হক।