শাহেদ হোছাইন মুবিন , উখিয়া ঃ
কক্সবাজারের উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে অপহৃত এক রোহিঙ্গাকে উদ্ধার এবং ৬ অপহরণকারীকে আটক করেছে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১৪৷ এঘটনায় পলাতক আছে আরোও ৭ জন। এপিবিএন-১৪ সূত্রে জানায়, সোমবার (৬ সেপ্টেম্বর ) দুপুর দেড়টার দিকে গোপন সূত্রের খবরে মধুর ছড়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৪’র ব্লক-ডি-৩, এফসিএন নং-২৭২৭৬৫ আসামী মোঃ সলিমের বস্তিঘর থেকে শিকল দিয়ে পা বাঁধা অবস্থায় অপহৃত মোহাম্মদ আমিন(২০) কে উদ্ধার করা হয়। সে ক্যাম্প-৪’র ব্লক এ-১৫’র মৃত কাসেমের ছেলে। তাকে অপহরণ করে ৫ হাজার টাকা মুক্তিপণ দাবিতে আটকিয়ে রেখেছিল আসামীরা।অপহরণের ঘটনায় জড়িত ৬ জন কে পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়। আটককৃতরা হলেন, তারা সবাই ক্যাম্প-৪ এর মোঃ ছিদ্দিক ছেলে মোঃছলিম(৩৫), নজির আহমদ ছেলে নুর আহম্মেদ (৩৩), মৃত হাসিম ছেলে মোঃজোবায়ের (২২), নুর আলম ছেলে মোঃইসমাইল (২৫), ইউছুফ জালাল ছেলে আলী জোহার(৩০), অলি হোসেন ছেলে সাইদুল ইসলাম(২১)৷ পলাতক আসামীরা হলেন, ইউসা(৩৫), সৈয়দ আলম(৩২), হাফেজ কামাল(৩৫), ইসমাইল(৪০), মৌলভী আকিজ(৪০), মৌলভী রফিক(৩৬), আতাউল্যাহ (৩৫)। আসামীরা ৫ অক্টোবর রাত ১০ টায় মোহাম্মদ আমিনকে রাস্তার উপর থেকে ৫ হাজার টাকার জন্য অপহরণ করেন। উদ্ধার হওয়া মোহাম্মদ আমিনকে দাখিলকৃত এজাহার সহ মামলা রুজু করতে আটক ৬ আসামী নিয়ে উখিয়া থানায় পাঠানো হয়েছে বলে জানান কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) মো নাইমুল হক।