উখিয়া প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত পুলিশ ক্যাম্পের আওতাধীন কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের প্রবেশমুখের চেকপোস্টে বৈধ কাগজপত্রে ত্রুটি থাকায় একটি ট্রাক ও একটি ডাম্পার জব্দ পূবক অর্থদন্ডে দন্ডিত করেছে। ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় গাড়িগুলো জব্দ করে ক্যাম্প পুলিশ।পরে দুপুরে রেজিস্ট্রার্ড ক্যাম্পের সিআইসি রাশেদুল ইসলামের নিকট দুই গাড়ীর চালক উখিয়ার রুমখা চৌধুরী পাড়ার মকবুল আহমদের ছেলে মাহবুবুল আলম(৩২) ও দরগাহ বিলের আবুল কালামের ছেলে মাহমুদুল্লাহ (২১) কে গাড়ীসহ উপস্থাপন করে।এসময় মোবাইল কোর্ট বসিয়ে সিআইসি ১ হাজার করে দুই চালককে ২ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন বলে সত্যতা নিশ্চিত করেন, কক্সবাজার-১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (এসপি) মোঃ নাইম উল হক।