।। এম আর আয়াজ রবি, বিশেষ প্রতিবেদক ।।
কক্সবাজারের উখিয়ায় পররাষ্ট্র সচিব ( সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন এর নেতৃত্বে ৮ জন প্রতিনিধি উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন।
বৃহস্পতিবার (৪-জুলাই) সকাল পৌনে ১১টার দিকে
পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন
এর নেতৃত্বে অন্যান্যদের সাথে ছিলেন, অতিরিক্ত পররাষ্ট্র সচিব (দ্বিপাক্ষিক পূর্ব ও পশ্চিম) মোঃ নজরুল ইসলাম, ফাইয়াজ মুর্শিদ কাজী (জাতিসংঘ অনু বিভাগ), মিয়া মোহাম্মদ মাইনুল কবির মহাপরিচালক (মিয়ানমার অনুবিভাগ), মোঃ জোবায়েদ হোসেন (পরিচালক পররাষ্ট্র সচিবের দপ্তর),
সিনিয়র সহকারী সচিব (মিয়ানমার অনুবিভাগ) বিশ্বজিৎ দেবনাথ, সহকারী সচিব (মিয়ানমার অনুবিভাগ), সাজ্জাদ হোসেন, জাকির হোসেন পিও টু ডিজি (মিয়ানমার অনু বিভাগ)
এছাড়াও উপস্থিত ছিলেন শরনার্থী ত্রান ও প্রত্যাবাশন কমিশনার জানাব মিজানুর রহমান।
প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। তারমধ্যে ক্যাম্প-২০ এর এম/৩৯ ব্লকে অবস্থিত IOM কর্তৃক পরিচালিত Innovation valley পরিদর্শন করেন। এসময় IOM কর্তৃক নবনির্মিত রোহিঙ্গা শেল্টার পরিদর্শন করেন।
বেলা সোয়া ১১ টার দিকে প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প-১৮ এম/১২ ব্লকে অবস্থিত এনজিও সংস্থা SKUS কর্তৃক পরিচালিত একটি লার্নিং সেন্টার পরিদর্শন করেন। এসময় উক্ত লার্নিং সেন্টারে অধ্যায়নরত রোহিঙ্গা শিশুদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং লার্নিং সেন্টারের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অবগত হন। পরে, প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প-১৮ এম/১২ ব্লকে অবস্থিত Fire Service এর নবনির্মিত ভবন পরিদর্শন করেন। রোহিঙ্গা ক্যাম্প-১২ এর এ/২ ব্লকে অবস্থিত UNHCR কর্তৃক পরিচালিত Sundor place Primary Health Care Centre পরিদর্শন করেন। প্রতিনিধি দলটি ঘুমধুম বিওপি সংলগ্ন বাংলাদেশ মিয়ানমার মৈত্রী সড়কে ফটোসেশনে অংশগ্রহণ করেন। কুতুপালং রেজিস্টার্ড ডি ব্লকে অবস্থিত NGO FROUM কর্তৃক পরিচালিত Skill Development Program পরিদর্শন করেন।পরিদর্শন শেষে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের সিআইসি অফিসের কনফারেন্স রুমে টি-ব্রেকে অংশগ্রহণ করেন।
পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি সোয়া ১ টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে ক্যাম্প এলাকা ত্যাগ করেন।