
।। এম আর আয়াজ রবি।।
উখিয়ায় উপজেলা প্রশাসন ও বন প্রশাসনের যৌথ অভিযানে বিভিন্ন স্থান থেকে ৪টি অবৈধ করাতকল উচ্ছেদ করে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫-মে) বিকাল ৪ টার দিকে উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের থাইংখালী বাজার সংলগ্ন ১ টি, পালংখালী বাজার সংলগ্ন ১টি মোছড়খোলা বিটের হোয়াইকং ব্রিজ সংলগ্ন ১ টি, পালংখালী বাজার সংলগ্ন ১ টি মোট ৪ টি করাত-কল উচ্ছেদ করা হয়েছে। তাছাড়াও ভালুকিয়া বিটের রত্নাপালং এলাকায় আদালত এর একটি রায়কে মিসগাইড করে চালিয়ে আসা একটি করাত-কলকে বন বিভাগের নোটিশের যথাযথ উত্তর না দিতে পারার কারণে মিলটি খুলে ফেলা হয়েছে।
অভিযানে অংশগ্রহণ করেন, সহকারী কমিশনার ( ভূমি), উখিয়া রেঞ্জের এসিএফ শাহিনুল ইসলাম, বিভিন্ন বিটের কর্মকর্তাগণ, উখিয়া পুলিশের একটি দল ও বনবিভাগের গার্ডসহ অনেকেই সার্বিক সহযোগিতা করেছেন।
পরিশেষে এসিএফ শাহিনুল ইসলাম অভিযানে অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন, এভাবে অবৈধ করাতকল, পাহাড় ও বনভুমি ধ্বংসকারীসহ অবৈধ বালি মহলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে।
অভিযান পরবর্তীতে সাংবাদিকদের সাথে আক আলাপচারিতায় সহকারী বনসংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা উখিয়া বলেন, অবৈধ করাতকল, পাহাড় খেকো ও বনভুমি খেকোদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। আজকের অভিযানে অবৈধ করাতকলের সাথে যারা জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ জাতীয় আরো খবর..