।। এম আর আয়াজ রবি।।
কক্সবাজারের বিজিবি পরিচালিত এক অভিযানে ইয়াবাসহ এক যুবতীকে আটক করা হয়। বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর ) সকালে রেজুখাল চেকপোস্ট এলাকায় বিজিবির নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেট কার থেকে ইয়াবাগুলো উদ্ধার করেন। তল্লাশির সময় অভিনব কায়দায় লুকানো অবস্থায় গাড়ির ভেতর থেকে ১৯৭৫ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন এবং একটি পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়। অভিযানে টেকনাফ সদর ইউনিয়নের মো. হাসিমের মেয়ে সেলিনা আক্তার (২৮) কে আটক করা হয়।
বিজিবি জানিয়েছে, চোরাচালান কার্যক্রমে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।