নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নে সরকারি জমি দখল করে পাহাড় কেটে অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। উপজেলার বালুখালীর মরাগাছতলার টেকনাফ -কক্সবাজার সড়কের পাশে সরকারি জমি দখল করে পাহাড় কেটে দোকান-ঘর নির্মাণ করায় স্হানীয় সচেতন মহলের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, বালুখালী মরাগাছতলার গ্যাস পাম্পের পূর্বপাশে দিলদার মিয়া প্রকাশ গুরা মিয়া,জসিম উদ্দিন, নুর আহামদ ও সৈয়দ আলম এর নেতৃত্বে সরকারি খাস জায়গা দখল করে পাহাড় কেটে দোকান নির্মাণ করা সহ চারপাশে ঘেরা দিয়ে সরকারি জমি দখলে নিয়েছে।
তবে দোকান নির্মাণ ও সরকারি জায়গা দখল করে ঘেরা দেয়ার বিষয়ে জানার জন্য ঘটনাস্থলে জড়িত কাউকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
এভাবে সরকারি জায়গা দখল করে পাহাড় কেটে দোকান নির্মাণ করায় জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি পরিবেশ বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশ বিশেষজ্ঞরা।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কলিম উল্লাহ বলেন,কক্সবাজারে বর্তমানে পাহাড় কাটা ও পাহাড় দখল ব্যাপক হারে বেড়ে গেছে। কক্সবাজার হোটেল মোটেল জোনে ডিসি পাহাড় দখল চলছে নির্বিচারে। অথচ এ পাহাড়টি কক্সবাজারের প্রকৃতিক সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছেন।পাড়ার কাটা বন্ধে প্রশাসন, বনবিভাগ ও পরিবেশ অধিদপ্তরের সমন্ময়ে যৌথ টাস্ক ফোর্স গঠনের দাবি জানান তিনি।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ তানবীর হোসেন বলেন,কাউকে সরকারি জমি দখল করতে দেয়া হবে না।সরকারি জমি দখল করে দোকান নির্মাণের বিষয়ে খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ জাতীয় আরো খবর..