শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অনিয়ম ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে পরিচ্ছন্ন কক্সবাজার গড়তে সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক চলছে যৌথ বাহিনীর অভিযান:১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২ ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ মাতারবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুছ ফাসিঁয়াখালীতে ১০কেজি ওজনের অজগর সাপ উদ্ধার কক্সবাজার প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহফিলে মিলাদুন্নবী (স:) উদযাপন রেকর্ড বৃষ্টিতে কক্সবাজার প্লাবিত, পাহাড় ধ্বসে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার সদরে ৬ জনের মৃত্যু সাধারণ মানুষকে পুলিশ হয়রানি করলে আমি তাকে হয়রানি করবো- কক্সবাজারের নবাগত পুলিশ সুপার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক শিশু ছাত্রের শ্লীলতাহানির অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক আটক কুতুবদিয়ায় এক ডাকাত আটক

উখিয়ায় ভুলবশত ব্যাটারির পানি দিয়ে ইফতার, ৪ জনের অবস্থা আশংকাজনক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১১৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

উখিয়ায় ইফতারের সময় ভুলবশত পানি মনে করে ব্যাটারির পানি পান করে ৪ রোজাদার। এতে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে তারা। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় রত্নাপালং ইউনিয়নের গয়ালমারায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আবদুর রহিম জানিয়েছেন, তারা ৪ জন রোজার শুরু থেকেই গয়ালমারায় একটি দোকানে বসে ইফতার করে আসছিলেন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার ইফতারের সময় ঘনিয়ে আসলে ছোট একটি ছেলে দিয়ে বোতলে করে তারা পানি আনান। ছেলেটি পানি মনে করে ভুলে ব্যাটারির পানি এনে দেন তাদের। পরে ওই পানি দিয়ে বানানো হয় শরবত। ইফতারের সময় ওই শরবত পান করে সবাই। এতে গুরুতর আহত হয়ে পড়েন মৃত আশরাফ মিয়ার পুত্র নুরুল বশর (৪০), নাজির হোসেনের পুত্র নুরুল হাকিম (১৮), মৃত ইমাম শরীফের পুত্র ইসহাক আহমেদ (৬২) ও সোনা আলীর পুত্র আবদুল কাদের (৩৮)। তাদের মধ্যে নুরুল বশরের অবস্থা আশংকাজনক।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের উন্নয়ন চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে তারা সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

এই বিষয়ে কক্সবাজার সদর হাসপাতালের আরএমও ডাঃ আশিকুর রহমান জানান, ‘যে দুজন বেশি ব্যাটারির পানি খেয়ে ফেলছে, তাদের অবস্থা একটু বেশি খারাপ। বর্তমানে চারজনেই কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs