আনিসুল ইসলাম,উখিয়া(কক্সবাজার)প্রতিনিধি।
উখিয়া উপজেলা প্রশাসনের সন্নিকটে উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের পেছনে লম্বঘোনা ফুটবল খেলার মাঠে সোমবার থেকে আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত স্থানীয় বদি আলম বলির নামে একটি অনুমোদনহীন বলিখেলা চলে আসছে।
এতে বলিখেলার নামে জমজমাট জুয়া খেলা চলছে, স্থানীয়দের অভিমত সত্যিকার বলিখেলা চললে আমাদের কোন আপত্তি ছিলনা, কিন্তু বলিখেলার নাম দিয়ে প্রকাশ্যে জুয়া খেলার স্টল বসায় জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে,অনেকে জুয়া খেলে সর্বশান্ত হওয়ার খবর পাওয়া গেছে, জুয়াখেলায় মেতেছেন স্কুলপড়ুয়া শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সী মানুষ। গতকাল উখিয়া উপজেলা নির্বাহী অফিসার বলিখেলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা থাকলে ও কার্যত কোন ব্যবস্থা না নেওয়ায় মূলত আজকেও বলিখেলার নামে জমজমাট জুয়াখেলা বসায়।
উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে মনে করেন প্রশাসনের নাকের ডগায় এরকম বলিখেলার নামে জুয়াখেলা খুবেই নিন্দনীয় কাজ। তিনি এগুলো বন্ধে প্রশাসনের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেন।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী চলমান বর্ষা মৌসুমের মধ্যে বলী খেলার নামে জুয়া খেলা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে দাবী করে জুয়াখেলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং প্রশাসনের ভূমিকা নিয়ে সন্দেহ পোষণ করেন।
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানিয়েছেন আজকেও বলিখেলার ব্যাপারে কোন অনুমতি দেওয়া হয় নি। তিনি ব্যবস্থা নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।
কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের সাথে যোগাযোগ করা করা হলে তিনি ইউএনওর সাথে কথা বলে খোজখবর নেওয়ার কথা জানান।